বিলিভ IT অর নট

টানা ২৪ ঘণ্টা হ্যাকিং করা হবে এমন এক আয়োজন বসেছিল ১১ আগস্ট ভারতের বেঙ্গালুরুতে। ভারতের ২০টি প্রদেশ থেকে ৭০০ সফটওয়্যার প্রোগ্রামার এতে অংশ নেন। ওপেন হ্যাক ইন্ডিয়া নামের এই হ্যাকিং উৎসবের আয়োজক ছিল সার্চ ইঞ্জিন ইয়াহু। এএফপি।


কত কিসিমের প্রতিযোগিতাই না হয়! মোবাইল ফোন থেকে লিখিত বার্তা (এসএমএস) পাঠানোর প্রতিযোগিতাও হচ্ছে যুক্তরাষ্ট্রে। তাও আবার ষষ্ঠ বারের মতো। ৮ আগস্ট নিউইয়র্কের টাইম স্কয়ারে অনুষ্ঠিত হলো বার্ষিক এলজি ইউএস জাতীয় টেক্সটিং চ্যাম্পিয়নশিপ। এতে শিরোপা জিতে ৫০ হাজার ডলার বাড়ি নিয়ে গেছেন ১৬ বছর বয়সী অস্টিন উইরশেক। এবার নিয়ে টানা দুবার শিরোপা জিতলেন অস্টিন। মোবাইল ফোনের কি-প্যাডে আঙুলের গতি, স্মৃতিশক্তি ও নির্ভুলতার বিচার করা হয় এ প্রতিযোগিতায়। নানা পর্ব পেরিয়ে তবেই জেতা যায় শিরোপা। এবারের প্রতিযোগিতার একটা পর্ব ছিল চোখে কাপড় বেঁধে ‘টুইঙ্কল, টুইঙ্কল, লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক আ ডায়ামন্ড ইন দ্য স্কাই’ লিখে মাত্র ৪৫ সেকেন্ডে পাঠানো। এএফপি।

No comments

Powered by Blogger.