ক্ষমতার ব্যবহার শুভ কাজে by সুমন পাটওয়ারী

ক্ষমতা হাতে পেলে কম-বেশি সবাই ভুল বা সেটার অপব্যবহার করে। ফলে কাউকে ক্ষমতা দেওয়ার আগে চিন্তা করা উচিত, লোকটি সেই ক্ষমতা নিয়ে কী করবে। সে কি কোনো শুভ কাজে ক্ষমতার ব্যবহার করবে, নাকি ক্ষমতা খাটিয়ে মানুষের অনিষ্ট করবে।


ক্ষমতার এই বিপরীতধর্মী ব্যবহারের ওপর ভিত্তি করে ড্রিমক্যাচার তৈরি করেছে অ্যাডভেঞ্চার গেমস স্কেয়ার্ড রিংস।
গেমটির শুরুতে গেমার নিজেকে আবিষ্কার করবে একাকী অবস্থায় এমন এক পৃথিবীতে, যেখানে কোনো শুভ কাজকে স্বাগত জানানো হয় না। আজব এই স্থানে গেমারকে কুক্ষিগত করতে হবে স্কেয়ার্ড রিং, যা গেমারকে বানিয়ে দেবে মহাপরাক্রমশালী। গেমারের কাজ হচ্ছে রিংগুলো উপযুক্ত লোকের কাছে ফেরত দেওয়া। কিন্তু গেমারের পেছনে আছে শয়তানের থাবা, যে রিংগুলো সংগ্রহ করে শক্তিধর হতে চায়।
আর সে এই শক্তি ব্যয় করবে বিভিন্ন ধ্বংসাত্মক কাজে। এই শয়তানের হাত থেকে রক্ষা করতে হবে রিংগুলো, যাতে শয়তান পৃথিবীটাকে তার পদানত না করতে পারে। ফলে সব মিলিয়ে গেমারের বুদ্ধিমত্তার ওপর নির্ভর করবে পৃথিবীর ভবিষ্যৎ।
গেমসের শব্দ ও গ্রাফিক্স উভয় জায়গায় পুরোনো ভাবধারার সঙ্গে নতুন আবহের মিশেল ঘটানো হয়েছে। ফলে গেমটি খেলার সময় অদ্ভুত এক ভালো লাগা পেয়ে বসবে গেমারের মধ্যে।
যা যা প্রয়োজন
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ২০০০, এক্সপি
প্রসেসর: ১২০০ মেগাহার্টজ পেন্টিয়াম
ভিডিও কার্ড: থ্রিডি গ্রাফিক্স এক্সিলারেটর
সিডি-রম ড্রাইভ: ৮ এক্স
র‌্যাম: ১২৮ মেগাবাইট
ভিডিও মেমোরি: ৬৪ মেগাবাইট ভির‌্যাম
ডাইরেক্ট এক্স: ৯.০
হার্ডডিস্ক: ৩৫০০ মেগাবাইট খালি জায়গা

No comments

Powered by Blogger.