আজ আইভি রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী

বাংলাদেশ আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক এবং নারীনেত্রী বেগম আইভি রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ২৪ আগস্ট শুক্রবার। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় তিনি গুরুতর আহত হন।


প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর দুই পা কেটে ফেলা হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। ২৪ আগস্ট তিনি মারা যান।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবার ও বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রপতি সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে আইভি রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এ ছাড়া বঙ্গভবনে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এসব কর্মসূচিতে অংশ নেবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচিতে দলের সবাইকে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আজ সকাল সাড়ে ১০টায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

No comments

Powered by Blogger.