মতবিনিময়ে ব্যস্ত দিন কাটছে রিমির ॥ মনোনয়নপত্র সংগ্রহ ১১ জনের- কাপাসিয়া উপনির্বাচন

গাজীপুর-৪ আসনে কাপাসিয়া উপনির্বাচনে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১১জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে ২ জন বাদে ৯ জনই স্বতন্ত্র প্রার্থী বলে সহকারী রিটার্নিং অফিসার হাসানুজ্জামান জানান।নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপনির্বাচনে এপর্যন্ত ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


এঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি, এ্যাডভোকেট আফসার উদ্দিন আহমদ খান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আসাদুল্লাহ বাদল, কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক রুহুল আমীন, জাতীয়তাবাদী কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বজলুল হক, হিজলিয়া গ্রামের আবদুর রশিদ সরকার, বারিষাব গ্রামের মোঃ আলমগীর হোসেন আকন্দ, খিরাটি গ্রামের মোস্তাফিজুর রহমান, কালিয়াকৈর উপজেলার মীর এনায়েত হোসেন, সনমানিয়া গ্রামের মইনুল হক ও খিরাটি গ্রামের এ কে এম রাফিউল বারী।
এদিকে আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমি বৃহস্পতিবার সকাল থেকে ব্যস্ত সময় কাটিয়েছেন। তিনি নিজ বাড়ি দরদরিয়ায় দিনভর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করেন। এ সময় রিমি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, অতীতের সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে উপনির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয় এমন কোন কাজ করা যাবে না। তাই সবাইকে নিজ নিজ দায়িত্ব মনে করে নির্বাচনী প্রচার চালানোর আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া আওয়ামী লীগের সভাপতি আজগর রশিদ খান, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি মুহাম্মদ শহীদুল্লাহ, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট আমানত হোসেন খান, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ছানাউল্লাহ, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাজমুল হাসান পিন্টু, কাপাসিয়া উপজেলা কৃষকলীগ সভাপতি আইন উদ্দিন, এমএ মজিদ দর্জি, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান আরিফ।
অপরদিকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী আসাদুল্লাহ বাদল আজ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন বলে দলীয় সূত্রে জানা যায়।
এদিকে তফসিল ঘোষাণার পর রিটার্নিং অফিসারের বেঁধে দেয়া ৪৮ ঘণ্টার সময়সীমা ইতোমধ্যে অতিবাহিত হলেও কাপাসিয়ার অনেক এলাকায় প্রার্থীদের পোস্টার ও ব্যানার দেখা গেছে।

No comments

Powered by Blogger.