রেইনকোট পেলেন ৭২ জন বিক্রয়কর্মী

চাঁদপুর সদর ও শাহরাস্তি উপজেলা এবং নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর উদ্যোগে ৭২ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:


চাঁদপুর: বুধবার রাতে শহরের কোর্ট স্টেশনসংলগ্ন পাটোয়ারী এজেন্সির কার্যালয়ে ৪০ জন সংবাদপত্র বিক্রয়কর্মীর হাতে রেইনকোট তুলে দেন প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর বিক্রয় ব্যবস্থাপক আমিরুল হক, বিক্রয় নির্বাহী আব্দুল্লাহেল রাফি, আঞ্চলিক ব্যবস্থাপক আতিকুর রহমান, চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, সংবাদপত্র এজেন্ট নূরনবী পাটোয়ারী প্রমুখ।
শাহরাস্তি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা (শাহরাস্তি গেট) এলাকায় গতকাল সকালে ১৬ জন সংবাদপত্র বিক্রয়কর্মীর হাতে রেইনকোট তুলে দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর আঞ্চলিক ব্যবস্থাপক মো. আতিকুর রহমান, শাহরাস্তি প্রতিনিধি মো. আবুল কালাম, দোয়াভাঙ্গা এলাকার পত্রিকা এজেন্ট কাজী হুমায়ুন কবির, কালিয়াপাড়া এলাকার এজেন্ট মো. মোজাম্মেল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রুহুল আমিন প্রমুখ।
চাটখিল: নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার ১৬ জন সংবাদপত্র বিক্রয়কর্মীর মধ্যে গতকাল দুপুরে রেইনকোট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর আঞ্চলিক ব্যবস্থাপক আতিকুর রহমান, চাটখিল প্রতিনিধি জসিম মাহমুদ, চাটখিলের পত্রিকা এজেন্ট মোস্তফা কামাল, সোনাইমুড়ীর পত্রিকা এজেন্ট জাহাঙ্গীর আলম, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক প্রমুখ। চাটখিল উপজেলার ছয়জন ও সোনাইমুড়ী উপজেলার ১০ জন বিক্রয়কর্মী এসব রেইনকোট পান। সোনাইমুড়ীর সংবাদপত্র বিক্রয়কর্মী বেলাল হোসেন বলেন, ‘সংবাদপত্র বিক্রয়কর্মীদের প্রতি প্রথম আলো বড় আন্তরিকতা দেখিয়েছে। এ জন্য আমরা কৃতজ্ঞ।’

No comments

Powered by Blogger.