পাখির সাথে by তুষার কর

হয়তো ছিল নদীর ধারে
না হয় কোনো বনবাদাড়ে
হঠাৎ উড়ে এল কাছে,
এদিক-ওদিক দেখল চেয়ে
কী যেন কী গেল পেয়ে
সেই খুশিতে পুচ্ছ নাচে।

রোদের গায়ে লাগল কাঁপন
এক নিমেষে হলো আপন
জাগল কত ইচ্ছে মনে,
পালক ফেলে কোথায় হারায়
এই শহরে কে ওকে পায়
আসা-যাওয়া ক্ষণে ক্ষণে।

খড়কুটোতে বুনবে সে নীড়
নরম ঠোঁটের কাজ সুনিবিড়
দিনে দিনে উঠবে গড়ে,
হাজার পাখি একটি পাখি
সে ছিল কি খুব একাকী?
রাত কেটেছে কত্ত ঝড়ে!

ঝড় শুধু নয়, শিকারি লোক
দিয়ে গেছে অনেক তো শোক
ভালোবাসার এই ভুবনে,
পাখিরে তুই থাকিস যদি
গানের ভেলায় নিরবধি
ভেসে যাব আজ দুজনে।

আয় চলে আয় ডানা মেলে
সকল দ্বিধা ঝেড়ে ফেলে
এই আলো, এই অন্ধকারে,
বাতাসে আর মেঘে মেঘে
মধুর আবেশ আছে লেগে
মন হারালো সিন্ধুপারে।

No comments

Powered by Blogger.