নানা অনুষ্ঠানে ডায়ানাকে স্মরণকরা হবে আজ

ব্রিটিশ রাজপরিবারের বধূ প্রিন্সেস ডায়ানার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণকরবেন ভক্তরা। ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে রহস্যজনক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।ডায়ানার জীবন এবং মৃত্যু ব্রিটিশ রাজপরিবারের নতুন প্রজন্মকে প্রচণ্ড প্রভাবিত করেছে বলে মনে করেন বিশ্লেষকেরা।


মৃত্যুর বছর খানেক আগেই প্রিন্স চার্লেসের সঙ্গে ডায়ানার বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল। রানি দ্বিতীয় এলিজাবেথও সাধারণ পরিবার থেকে আসা তাঁর এই পুত্রবধূর স্বাধীনচেতা জীবনাচরণে সন্তুষ্ট ছিলেন না।
ডায়ানার মৃত্যুর সময় একেবারেই শিশু থাকা তাঁর দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও হ্যারি আজ যুবক। রাজপরিবারের পর্যবেক্ষকেরা মনে করেন, সেদিনের সেই শিশু দুটির ওপর তাদের মায়ের প্রভাব ব্যাপক। ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসবিদ কেট উইলিয়াম বলেন, গত তিন-চার বছরে তরুণ প্রিন্সদের মানসিকতায় যে পরিবর্তন দেখা গেছে তা প্রচণ্ডভাবে তাঁদের মা ডায়ানার অনুরূপ।এএফপি।

No comments

Powered by Blogger.