প্রস্তুতি সম্পন্ন, বিশ্ব ইজতেমা কাল শুরু by মাসুদ রানা
বিশ্ব তাবলিগ জামাত আয়োজিত ৪৫তম বিশ্ব ইজতেমা টঙ্গীতে কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। এবারও দুই পর্বে, প্রথম পর্ব তিন দিন, দ্বিতীয় পর্ব তিন দিন করে মোট ছয় দিন এ ইজতেমা হবে। প্রথম পর্বে ৩২টি জেলার মুসল্লিরা অংশ নেবেন। এ ছাড়া বিশ্বের প্রায় ১৫০টি দেশের কয়েক লাখ মুসল্লি এতে শরিক হবেন। পুলিশের আট হাজার সদস্যসহ র্যাব ও আনসারের সমন্বয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
গতকাল সকাল থেকেই বহির্বিশ্বের কয়েকটি দেশের মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন। বিদেশি মুসল্লিদের জন্য ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম কোণে বিদ্যুৎ, গ্যাস ও টেলিফোন সংযোগসহ আলাদা টিনের শেড নির্মাণ করা হয়েছে। মুসল্লিরা আজ বৃহস্পতিবার থেকে জেলাওয়ারি নির্দিষ্ট খিত্তায় অবস্থান করবেন।
আজ বাদ মাগরিব থেকে আমবয়ান শুরু হবে বলে ইজতেমা-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আগামীকাল ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইজতেমা শুরু হবে। ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্ব শেষ হবে। দ্বিতীয় পর্ব ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে ২২ জানুয়ারি শেষ হবে।
সরেজমিনে দেখা গেছে, ইজতেমা ময়দানে প্যান্ডেল নির্মাণসহ সব আয়োজন সম্পন্ন। জেলাওয়ারি খিত্তায় মুসল্লিরা অবস্থান নিতে শুরু করেছেন। ইজতেমা ময়দানের পশ্চিম পাশে তুরাগ নদের ওপর ‘পন্টুন সেতু’ তৈরি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থানের নিরাপত্তা চৌকি, বিভিন্ন ক্যাম্প তৈরির কাজও সম্পন্ন হয়েছে।
টঙ্গী পৌর মেয়র আজমত উল্লাহ খান বলেন, ঢাকা ওয়াসার তিনটি পাম্পে প্রতি ঘণ্টায় ৯০ হাজার গ্যালন, ইজতেমার নিজস্ব একটি পাম্পের মাধ্যমে প্রতি ঘণ্টায় ৩০ হাজার গ্যালন এবং পৌরসভার ১১টি পাম্পের মাধ্যমে দৈনিক রাত-দিনে পাম্প চালুর মাধ্যমে মুসল্লিদের পানি সরবরাহ করা হবে। মুসল্লিদের জরুরি পানি সরবরাহের জন্য টঙ্গী পৌরসভার এক লাখ গ্যালন পানিধারণ ক্ষমতাসম্পন্ন ওভারহেড ট্যাংকে পানি মজুদ রাখা হবে।
জেলা সিভিল সার্জন হাবিবুল্লাহ বলেন, জরুরি চিকিৎসাসেবা সরকারি-বেসরকারি পর্যায় থেকে নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে টঙ্গী সরকারি হাসপাতালে আরও ৫০টি অতিরিক্ত বেড সংযোজন ও মাঠে অস্থায়ী চিকিৎসাসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ ছাড়া প্রায় ৫০টি সরকারি-বেসরকারি চিকিৎসাসেবা কেন্দ্র ইজতেমা ময়দানের উত্তর পাশে নিউ মুন্নু মিলসসংলগ্ন মাঠে অস্থায়ীভাবে চালু থাকবে। সার্বক্ষণিক সরকারি-বেসরকারি ২২টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে।
বিশ্ব ইজতেমা শুরুর আগের দিন থেকে টঙ্গী রেলস্টেশনে নিয়মিত যাত্রীট্রেন ছাড়াও আন্তনগর ট্রেনগুলোর প্রত্যেকটি থামবে। এ ছাড়া টঙ্গী-ঢাকা, টঙ্গী-নারায়ণগঞ্জ, টঙ্গী হয়ে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-সিরাজগঞ্জ, ঢাকা-ভৈরবসহ উত্তরবঙ্গের মুসল্লিদের জন্য বিশেষ ট্রেন থাকবে।
বিআরটিসির কার্যক্রম
১৩ থেকে ১৫ এবং ২০ থেকে ২২ জানুয়ারি বিশ্ব ইজতেমা উপলক্ষে বিআরটিসি প্রচলিত ভাড়ায় স্পেশাল বাস সার্ভিস চালু করবে। বিআরটিসির বাসগুলো ১২ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ইজতেমা সার্ভিসে নিয়োজিত থাকবে। বিআরটিসির ইজতেমা সার্ভিসের ৫০টি বাস আরিচা, পাটুরিয়াঘাট, মাওয়া, মিরপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সায়েদাবাদ, গুলিস্তান, গাবতলী, কমলাপুর, জয়দেবপুর থেকে চলাচল করবে।
এ ছাড়া বিআরটিসির বাস ঢাকার গুলিস্তান ও ফুলবাড়িয়া থেকে ইজতেমাস্থল, কমলাপুর ও মতিঝিল থেকে ইজতেমাস্থল এবং ফার্মগেট থেকে ইজতেমাস্থলে চলাচল করবে।
দ্বিতল বাস কাকরাইল মসজিদসংলগ্ন পয়েন্ট থেকে মুসল্লিদের জন্য চলাচল করবে। এ ছাড়া বিমানবন্দর থেকে বিদেশিদের বিশ্ব ইজতেমায় নিতে জোয়ারসাহারা বাস ডিপো থেকে একটি মিনিবাস ‘বিদেশিদের জন্য সংরক্ষিত’ স্টিকারে চলাচলের জন্য প্রস্তুত করা হবে।
আজ বাদ মাগরিব থেকে আমবয়ান শুরু হবে বলে ইজতেমা-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আগামীকাল ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইজতেমা শুরু হবে। ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্ব শেষ হবে। দ্বিতীয় পর্ব ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে ২২ জানুয়ারি শেষ হবে।
সরেজমিনে দেখা গেছে, ইজতেমা ময়দানে প্যান্ডেল নির্মাণসহ সব আয়োজন সম্পন্ন। জেলাওয়ারি খিত্তায় মুসল্লিরা অবস্থান নিতে শুরু করেছেন। ইজতেমা ময়দানের পশ্চিম পাশে তুরাগ নদের ওপর ‘পন্টুন সেতু’ তৈরি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থানের নিরাপত্তা চৌকি, বিভিন্ন ক্যাম্প তৈরির কাজও সম্পন্ন হয়েছে।
টঙ্গী পৌর মেয়র আজমত উল্লাহ খান বলেন, ঢাকা ওয়াসার তিনটি পাম্পে প্রতি ঘণ্টায় ৯০ হাজার গ্যালন, ইজতেমার নিজস্ব একটি পাম্পের মাধ্যমে প্রতি ঘণ্টায় ৩০ হাজার গ্যালন এবং পৌরসভার ১১টি পাম্পের মাধ্যমে দৈনিক রাত-দিনে পাম্প চালুর মাধ্যমে মুসল্লিদের পানি সরবরাহ করা হবে। মুসল্লিদের জরুরি পানি সরবরাহের জন্য টঙ্গী পৌরসভার এক লাখ গ্যালন পানিধারণ ক্ষমতাসম্পন্ন ওভারহেড ট্যাংকে পানি মজুদ রাখা হবে।
জেলা সিভিল সার্জন হাবিবুল্লাহ বলেন, জরুরি চিকিৎসাসেবা সরকারি-বেসরকারি পর্যায় থেকে নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে টঙ্গী সরকারি হাসপাতালে আরও ৫০টি অতিরিক্ত বেড সংযোজন ও মাঠে অস্থায়ী চিকিৎসাসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ ছাড়া প্রায় ৫০টি সরকারি-বেসরকারি চিকিৎসাসেবা কেন্দ্র ইজতেমা ময়দানের উত্তর পাশে নিউ মুন্নু মিলসসংলগ্ন মাঠে অস্থায়ীভাবে চালু থাকবে। সার্বক্ষণিক সরকারি-বেসরকারি ২২টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে।
বিশ্ব ইজতেমা শুরুর আগের দিন থেকে টঙ্গী রেলস্টেশনে নিয়মিত যাত্রীট্রেন ছাড়াও আন্তনগর ট্রেনগুলোর প্রত্যেকটি থামবে। এ ছাড়া টঙ্গী-ঢাকা, টঙ্গী-নারায়ণগঞ্জ, টঙ্গী হয়ে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-সিরাজগঞ্জ, ঢাকা-ভৈরবসহ উত্তরবঙ্গের মুসল্লিদের জন্য বিশেষ ট্রেন থাকবে।
বিআরটিসির কার্যক্রম
১৩ থেকে ১৫ এবং ২০ থেকে ২২ জানুয়ারি বিশ্ব ইজতেমা উপলক্ষে বিআরটিসি প্রচলিত ভাড়ায় স্পেশাল বাস সার্ভিস চালু করবে। বিআরটিসির বাসগুলো ১২ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ইজতেমা সার্ভিসে নিয়োজিত থাকবে। বিআরটিসির ইজতেমা সার্ভিসের ৫০টি বাস আরিচা, পাটুরিয়াঘাট, মাওয়া, মিরপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সায়েদাবাদ, গুলিস্তান, গাবতলী, কমলাপুর, জয়দেবপুর থেকে চলাচল করবে।
এ ছাড়া বিআরটিসির বাস ঢাকার গুলিস্তান ও ফুলবাড়িয়া থেকে ইজতেমাস্থল, কমলাপুর ও মতিঝিল থেকে ইজতেমাস্থল এবং ফার্মগেট থেকে ইজতেমাস্থলে চলাচল করবে।
দ্বিতল বাস কাকরাইল মসজিদসংলগ্ন পয়েন্ট থেকে মুসল্লিদের জন্য চলাচল করবে। এ ছাড়া বিমানবন্দর থেকে বিদেশিদের বিশ্ব ইজতেমায় নিতে জোয়ারসাহারা বাস ডিপো থেকে একটি মিনিবাস ‘বিদেশিদের জন্য সংরক্ষিত’ স্টিকারে চলাচলের জন্য প্রস্তুত করা হবে।
No comments