আসছে মজার নাটক ‘ব্যাচেলর ও বুয়া’

স্টাফ রিপোর্টার: তরুণ নাট্যনির্মাতা জিয়াউদ্দীন আলম নির্মিত মজার নাটক ‘ব্যাচেলর ও বুয়া’। হাস্যরসের গল্প নিয়ে নির্মিত এ নাটকটির শুটিং সম্পন্ন হয় গত ৫ ও ৬ই জানুয়ারি পুরান ঢাকার শ্রীসদাস লেন রোডের কয়েকটি বাড়িতে। এ নাটকের গল্প আমাদের পরিচিত ঘটনা নিয়ে। এই ঢাকা শহরে যারা মেসে বাস করেন তাদের কাছে কাজের বুয়া একটি আতঙ্কের ও বিড়ম্বনার নাম। প্রতিদিন এই শহরের মেসগুলোতে বুয়াদের নিয়ে ঘটছে নানা রকম ঘটনা। তারই একটি নিয়ে নির্মিত হয়েছে ‘ব্যাচেলর ও বুয়া’। নাটকে দেখা যাবে একটি মেসে তিনজন ব্যাচেলরকে রান্না করে দেয় এক বুয়া। বাজার থেকে টাকা চুরির অপরাধে সেই বুয়াকে তাড়িয়ে দেয়া হয়। এবার আসে নতুন বুয়া। সেই বুয়া নানা কৌশলে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্বান্ত করে মেসের যুবকদের। একপর্যায়ে সবাই জানতে পারে এই বুয়া আসলে একজন ব্ল্যাকমেইলার। তার স্বামীর সহযোগিতায় সে বিভিন্ন এলাকায় মেসের যুবকদের ব্ল্যাকমেইল করে বেড়ায়। এমনই  গল্পের হাসির নাটক ‘ব্যাচেলর ও বুয়া’। ফারহানা প্রিয়া রচিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিদ্দিকুর রহমান, আরফান আহমেদ, হোমায়রা হিমু, অথৈ, পিয়াল হাসান, জাহিদ মারুফ, মেহেদী, আলম প্রমুখ। শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার করা হবে।

No comments

Powered by Blogger.