পোস্টাল ক্রেডিট কার্ড-রপ্ত হোক আধুনিক প্রযুক্তি

যুগে কেউ যদি চিঠির স্বর্ণযুগের কথা মনে করিয়ে দিয়ে চিঠি লেখার উপকারিতার কথা প্রচার করেন, তবে লোকে ক্ষণিকের জন্য তার কথায় মোহিত হবে। চিঠি স্থায়ী, মজবুত সম্পর্কের বাহন, চিঠির সঙ্গে আমাদের অতীত জীবনের বহু স্মৃতি, বহু সম্পর্ক জড়িয়ে রয়েছে সে তো সত্য। কিন্তু প্রকৃতপক্ষে কতজন মোবাইল ফোন, ইন্টারনেট ছেড়ে কাগজ-কলম নিয়ে চিঠি লিখতে বসবে সেটিই ভাবা দরকার।


জীবন ঔচিত্যবোধের চাইতে প্রয়োজন ও লভ্যতার দিকেই অধিক ধাবিত হয়। আধুনিক প্রযুক্তি যোগাযোগের পদ্ধতিকে এক দশকের মধ্যেই এমন মাত্রা দিয়েছে যে, এই কয়েক বছর আগে যে ডাকঘরগুলো নাগরিকদের জীবনের আবশ্যকীয় অঙ্গ ছিল সেগুলোই যেন একশ' বছরের পুরনো হয়ে গেছে। কিন্তু পুরনো হলেই তাকে বাতিল করতে হবে এমন কথা নেই। সারাদেশে ডাক বিভাগের অনেক অবকাঠামো আছে, আছে প্রশিক্ষিত লোকবলও। আধুনিক প্রযুক্তি আয়ত্ত করে এই লোকবল ও অবকাঠামো কাজে লাগিয়ে ডাক বিভাগ আধুনিক যোগাযোগ প্রযুক্তির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। সে জন্য দায়িত্বশীল ব্যক্তিদের প্রযুক্তিমনস্ক হওয়া দরকার। আগে থেকেই বলা হচ্ছিল, দেশের ডাকঘরগুলো একেকটি ইনফরমেশন সেন্টারে পরিণত হতে পারে, ইন্টারনেট সংযোগের মাধ্যমে এগুলোর আধুনিকায়ন করা হলে সারাদেশের মানুষের কাছে যেমন ইন্টারনেট পেঁৗছে যাবে, তেমনি ডাক বিভাগের আধুনিকায়ন ও নবজীবন সম্ভব হবে। এ ছাড়া আর্থিক লেনদেনের আধুনিক প্রযুক্তিতে ডাক বিভাগকে ব্যবহারে নানা প্রস্তাবও আছে। রেমিট্যান্স পাঠাতে ডাক বিভাগ ব্যবহারের প্রয়োজন আছে। এমন কিছু উদ্যোগও এসেছে। মোবাইল ব্যাংকিং, রেমিট্যান্স সরবরাহের সঙ্গে ডাক বিভাগ এখন এটিএম সেবা চালু করতে যাচ্ছে। প্রযুক্তির দিকে ডাক বিভাগের উত্তরোত্তর আগ্রহ অবশ্যই প্রশংসনীয়। ডাক বিভাগের নির্দিষ্ট ডাকঘরে অ্যাকাউন্ট খুলে পোস্টাল ক্যাশকার্ড ব্যবহার করা সম্ভব। দেশের যে কোনো স্থান থেকে যদি এ ক্যাশকার্ড ব্যবহার করা যায় তবে তা জনপ্রিয়ও হবে। আর এ কার্ড ব্যবহার করে সরকারি-বেসরকারি বিল পরিশোধের ব্যবস্থা থাকলে সে সুযোগ সবাই গ্রহণ করতে চাইবেন। স্লথগতির জন্য ডাক বিভাগের দুর্নাম ছিল। এখন নতুন প্রযুক্তি আয়ত্ত করার সঙ্গে সঙ্গে কাজের গতিও বাড়াতে হবে। সেবার ক্ষেত্রে বেসরকারি ব্যাংকের এটিএম সেবার সঙ্গে প্রতিযোগিতার মানসিকতা থাকতে হবে। কাজে-কর্মে স্বচ্ছতা, জবাবদিহিতাও রপ্ত করতে হবে। ডাক বিভাগের এটিএম সেবা অবশ্যই ভালো উদ্যোগ। সকলের প্রচেষ্টায় এটি সফল হবে বলে আমরা আশা করি।

No comments

Powered by Blogger.