উখিয়ার ৫১ ব্যক্তি ভারতের আন্দামান কারাগারে

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: উখিয়ার ৫১ জন ব্যক্তি ভারতের আন্দামান কারাগারে গত ২ বছর ধরে মানবেতর জীবন যাপন করছে। সংঘবদ্ধ পাচারকারী দলের সদস্যরা তাদেরকে মালয়েশিয়া, পাকিস্তান, নেপাল, মালদ্বীপসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নেয়ার কথা বলে সমুদ্রপথ দিয়ে পাচার করার সময় ভারতের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়।
উখিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উখিয়া উপজেলার দরগাহ বিল, ডেইলপাড়া, থাইখালী, রহমতের বিল, বালুখালী, কুতুপালং, পাগলির বিল, হলদিয়া পালং ও  নাইক্ষ্যংছড়ি, উপজেলার তুমব্রু, ঘুমধুম, বেতবুনিয়া, আজু খাইয়াসহ বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক ব্যক্তিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উচ্চ বেতনের চাকরি দেয়ার প্রলোভনে ফেলে সংঘবদ্ধ পাচারকারী চক্র গত ২ বছর আগে তাদের ভারত সীমান্তে তুলে দেয়।
এ সময় ভারতের ইমিগ্রেশন ৫১ ব্যক্তিকে আটক করে আন্দামান কারাগারে পাঠিয়ে দেয়। ইতিমধ্যে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ৫১ বাংলাদেশী বন্দির তালিকা মন্ত্রণালয়ে প্রেরণ করলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ওই ব্যক্তিদের স্থায়ী ঠিকানার সঠিক সন্ধান চিহ্নিত করে রিপোর্ট প্রদানের জন্য উখিয়া উপজেলা প্রশাসনকে নির্দেশ প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, ৫১ ব্যক্তির মধ্যে বেশির ভাগ রোহিঙ্গা নাগরিক হওয়ায় তাদের সঠিক নাম-ঠিকানা পাওয়া যায়নি।

No comments

Powered by Blogger.