রুশদিকে ভারতের ভিসা না দেয়ার আহ্বান

মানবজমিন ডেস্ক: বিতর্কিত লেখক সালমান রুশদিকে ভারতের ভিসা না দেয়ার আহ্বান জানিয়েছে ভারতের শীর্ষ স্থানীয় ইসলামিক প্রতিষ্ঠান দারুল উলুম-দেওবন্দ। ‘স্যাটানিক ভার্সেস’ এর জন্য বহুল বিতর্কিত রুশদি এর আগে বেশ কয়েক বার ভারত সফরে এলেও উত্তর প্রদেশের নির্বাচনের প্রাক্কালে বিষয়টিকে দাবি আকারে উত্থাপনের পরিকল্পনা করেছে দারুল উলুম। এ মাসের শেষের দিকে জয়পুরের সাহিত্য উৎসবে রুশদির যোগ দেয়ার কথা রয়েছে। এর প্রেক্ষিতেই দারুল উলুমের রেক্টর মাওলানা আবদুল কাশিম নোমানি বিষয়টি নিয়ে কেন্দ্র এবং ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর কাছে আবেদন জানিয়েছেন। এতে তিনি বলেছেন, যার আপত্তিকর লেখনি সারা বিশ্বের মুসলমানদের অনুভূতির ওপর আঘাত হেনেছে তাকে কোনভাবেই ভারতের মাটিতে পদার্পণের অনুমতি দেয়া উচিত নয়।

No comments

Powered by Blogger.