আন্দামানে নগ্ন নাচে বাধ্য করা হচ্ছে আদিবাসীদের

স্থানীয় পুলিশের সহায়তায় ভারতের আন্দামান দ্বীপে বিলুপ্তপ্রায় আদিবাসীদের খাদ্যের বিনিময়ে নাচতে বাধ্য করছে বিভিন্ন পর্যটন সংস্থা বা কোম্পানি। পর্যটকদের মনোরঞ্জনে তাদের নগ্ন, অর্ধনগ্ন অবস্থায় নাচতে বাধ্য করা হচ্ছে। মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে তাদের নাচতে বাধ্য করাচ্ছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারাই। গার্ডিয়ানে প্রকাশিত এক ভিডিওতে এ রকম একটি নাচের দৃশ্য দেখা গেছে।


এতে অধিকাংশ আদিবাসী নারীকে নগ্ন অবস্থায় পর্যটকদের সামনে নাচতে দেখা গেছে। খবর : দ্য হিন্দু, জি-নিউজ। এ ধরনের কাজকে অমানবিক বলে এর তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। ভারতের কেন্দ্রীয় সরকার এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। ভারতের আইন এবং সংখ্যালঘু মন্ত্রী সালমান খুরশিদ বলেন, বিষয়টি অত্যন্ত আমানবিক। যারা এটা করেছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। এ ঘটনায় আন্দামান প্রশাসনের কাছে ব্যাখ্যা চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিগগির দায়ীদের শাস্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, স্থানীয় জারাবা আদিবাসী গোষ্ঠীর কয়েক নারী অর্ধনগ্ন অবস্থায় পর্যটকদের সামনে নাচছেন। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, তাদের নাচানোর জন্য স্থানীয় পুলিশকে ২০০ পাউন্ড করে ঘুষ দেওয়া হয়। পুলিশ আদিবাসীদের খাদ্যের লোভ দেখিয়ে নাচতে বাধ্য করে। উল্লেখ্য, জারাবা আদিবাসীরা ভারতের হাজার বছরের পুরনো আদিবাসী গোষ্ঠী। তারা বিলুপ্তির পথে। বর্তমানে এ গোষ্ঠীর মাত্র ৪০৩ সদস্য রয়েছেন। তাদের বাস দক্ষিণ আন্দামানের সংরক্ষিত এলাকায়। তবে আন্দামান পুলিশ জানায়, ওই ভিডিওটি প্রায় ১০ বছর আগেকার এবং ওই সময় সাংবাদিকরা পর্যটকদের সামনে আদিবাসীদের নাচার জন্য জোর করেছিলেন।

No comments

Powered by Blogger.