পৌরসভার গাড়ি-কর্মী ব্যবহার-লংমার্চ জাতীয় পার্টির সাজসজ্জা করালেন রংপুর পৌর মেয়র by আরিফুল হক

তুন সাজে সেজেছে রংপুর শহর। পথে পথে রঙিন ব্যানার, ফেস্টুন। আছে আকর্ষণীয় তোরণও। কারও ব্যক্তিগত কিংবা পারিবারিক অনুষ্ঠান নয়, সবই করা হয়েছে তিস্তা অভিমুখে জাতীয় পার্টির আজ মঙ্গলবারের লংমার্চ উপলক্ষে। আর এই সাজসজ্জা করিয়েছেন খোদ রংপুর পৌরসভার মেয়র। এই কাজে পৌরসভার গাড়ি ও কর্মীদের ব্যবহার করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে ও সন্ধ্যায় শহর ঘুরে দেখা যায়, জিলা স্কুলের মোড় থেকে পৌরসভা কার্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ব্যানার, ফেস্টুন লাগানো হচ্ছে। ফেস্টুনে রংপুর পৌরসভা লেখা রয়েছে। সঙ্গে আছে পৌরসভার মনোগ্রাম। সড়কজুড়ে একাধিক তোরণও তৈরি করা হয়েছে। আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে সড়কজুড়ে। আর এসব কাজ করছেন পৌরসভার কর্মীরা।
এ সময় পৌরসভার গাড়িচালক কালা মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘মেয়র স্যার আমাদের গাড়ি দিতে বলেছেন। তাই গাড়ি দিয়েছি।’
জানতে চাইলে পৌরসভার উপসহকারী প্রকৌশলী রফিকুল আলম বলেন, ‘মেয়রের নির্দেশে দু-একটি জায়গায় ব্যানার, ফেস্টুন লাগানোর কাজ করতে গাড়ি পাঠানো হয়েছে।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে খুশি করতে পৌর মেয়র শহরের সৌন্দর্য বর্ধনের কাজ করিয়েছেন। দলীয় কর্মসূচি হলেও তিনি প্রভাব খাটিয়ে পৌরসভার কর্মীদের ওই কাজে লাগান।
জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংসদ মশিউর রহমান বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠানকে এভাবে দলীয় কাজে ব্যবহার করা ঠিক হয়নি।’
রংপুর বিভাগ বাস্তবায়ন আন্দোলন উন্নয়ন পরিষদের আহ্বায়ক ওয়াদুদ আলী বলেন, ‘দলের প্রধানকে খুশি করে রাজনৈতিক ফায়দা নিতে পৌরসভাকে ব্যবহার করছেন মেয়র।’
জানতে চাইলে রংপুর পৌরসভার মেয়র ও রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এ কে এম আবদুর রউফ গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘তিস্তা নদীর পানির সুষ্ঠু বণ্টন একটি জাতীয় সমস্যা। তাই লংমার্চ উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে শহরে সাজসজ্জা করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘দল-মতনির্বিশেষে এটা (তিস্তার পানি) আমাদের সবার প্রাণের দাবি। তাই আমি মনে করি, সাজসজ্জা করে আমি কোনো অপরাধ করিনি।’
খোঁজ নিয়ে জানা যায়, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আজ মঙ্গল ও কাল বুধবার তিস্তা অভিমুখে লংমার্চ করবে জাতীয় পার্টি। ঢাকা থেকে শুরু হয়ে এই লংমার্চ রংপুরের ওপর দিয়ে তিস্তা ব্যারেজে যাবে। সেখানে কাল সমাবেশ করা হবে।
এদিকে, লংমার্চ সফল করার লক্ষ্যে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সাংসদ আসিফ শাহরিয়ারের নেতৃত্বে গতকাল দুপুরে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। এ ছাড়া জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করা হয়। এসব সমাবেশে রংপুর-৩ (সদর) আসনের সাংসদ রওশন এরশাদ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.