তিস্তা চুক্তি হয়নি কেন?

তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়ার কারণ জানতে চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় পার্টির তিস্তা অভিমুখে লং মার্চের প্রথম পথসভায় তিনি সরকারের প্রতি এ প্রশ্ন তোলেন। আশুলিয়ার পথসভায় তিনি বলেন, তিস্তা চুক্তি না হওয়ায় দেশের উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হচ্ছে। সরকারের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, কেন তিস্তা চুক্তি হল না? এর কারণ কী? আপনাদের ব্যর্থতা কী ছিল? সকাল ৯টায় বনানীতে দলীয় কার্যালয় থেকে লং মার্চের গাড়ি বহর নীলফামারী অভিমুখে যাত্রা শুরু করে। সকাল ১০টার পর গাড়ি বহর অশুলিয়ার জামগড়ায় পৌঁছলে সেখানে পথসভায় এরশাদ ভারতের উদ্দেশ্যে বলেন, আমরা গরিব দেশ। আমাদের ওপর অন্যায়-অবিচার করবেন না। আমরা পানির ন্যায্য হিস্যা চাই। তাহলেই আমরা বন্ধু থাকব।

No comments

Powered by Blogger.