আইভরি কোস্ট সফরে হিলারি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আইভরি কোস্টে পৌঁছেছেন। এ সফরে তিনি আইভরি কোস্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিভিন্ন ইস্যু ও দেশটির অভ্যন্তরীণ সমস্যা নিয়ে আলোচনা করবেন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি জানিয়েছে, সফরে আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারার সঙ্গে সাক্ষাৎ করবেন হিলারি। সন্ত্রাস দমন, মাদক চোরাচালান বন্ধ ও অবাধ পাইরেসি রোধের ইস্যুতেও আলোচনা করবেন হিলারি ও ওয়াত্তারা। গত বছরের এপ্রিলে আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্ট বাগবো গ্রেপ্তার হওয়ার পর সেখানে খুব অল্প সময়ের মধ্যেই স্থিতিশীলতা ফিরে আসে। এদিকে ১৯৮৬ সালের পর এটাই দেশটিতে হিলারির প্রথম সফর।

No comments

Powered by Blogger.