সিউলকে যুক্তরাষ্ট্রের অনুরোধ

ইরান থেকে অপরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে দক্ষিণ কোরিয়াকে অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা রবার্ট আইনহর্ন এর আগে তেহরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দেশটির আর্থিক লেনদেনের সম্পর্ককে শিথিল করে আনারও আহ্বান জানিয়েছিলেন। এর পরপরই দক্ষিণ কোরিয়া ইরানের ২ শতাধিক সংগঠন ও ব্যক্তিগত পর্যায়ের অর্থনৈতিক লেনদেনের ওপর কড়া বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছিল। তবে, ইরান থেকে তেল আমদানির নিষেধাজ্ঞার ব্যাপারে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দক্ষিণ কোরিয়া। এ খবর দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, আইনহর্ন বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের বন্ধু রাষ্ট্রসমূহের সঙ্গে ইরানের অর্থনৈতিক সম্পর্কের ব্যাপারে বেশ সংবেদনশীল। তবে, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে চাপ সৃষ্টিতে বিশ্বকে আরও আন্তরিক হতে হবে। ওদিকে ইরান বরাবরই বলে আসছে, শান্তিপূর্ণ লক্ষ্যেই এ পারমাণবিক কর্মসূচি পরিচালিত হচ্ছে।


No comments

Powered by Blogger.