নাইজেরিয়ায় ধর্মঘট ধর্মীয় সহিংসতায় রূপ নিচ্ছে

নাইজেরিয়ায় জ্বালানি-ভর্তুকি বাতিল করাকে কেন্দ্র করে চলমান ধর্মঘট এখন ধর্মীয় সহিংসতায় রূপ নিয়েছে। বিভিন্ন অঞ্চলে জাতিগত ও ধর্মীয় সংঘাত ছড়িয়ে পড়ার ঘটনা দেশটিতে নতুন করে গৃহযুদ্ধের দিকে টেনে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে দেশজুড়ে চলতে থাকা ধর্মঘটের তৃতীয় দিন গতকাল বুধবার তেল শ্রমিক ইউনিয়নের একটি সংগঠন হুঁশিয়ার করেছে, সরকারের সঙ্গে শ্রমিক সংগঠনের বৈঠকে কোনো সমাধান না হলে তেল উৎপাদন বন্ধ করে দেওয়া হবে। গতকালই এ বৈঠক হওয়ার কথা।
নাইজেরিয়ার তেলশিল্পের ‘ব্লু-কলার’ শ্রমিকদের প্রতিনিধিত্বকারী প্রধান দুটি ইউনিয়নের একটি হচ্ছে নুপেং। এই সংগঠনের লাগোস শাখার প্রধান টকোনডো করোডো বলেন, ‘তেল উৎপাদন বন্ধ করে দিতে আমরা মনস্থির করেছি। সরকার ও শ্রমিকদের সিদ্ধান্তের ফলাফল কী হয়, এখন এ অপেক্ষায় আছি। যদি আলোচনার সিদ্ধান্ত আমাদের পক্ষে না যায়, তাহলে তেল উৎপাদন বন্ধ করে দেওয়া হবে।’
সোমবার থেকে শুরু হওয়া ধর্মঘটে নাইজেরিয়ার জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। দেশজুড়ে হাজার হাজার মানুষ রাজপথে সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করছে। তবে বিক্ষোভের কারণে এখনো তেলের উৎপাদনে কোনো প্রভাব পড়েনি। নাইজেরিয়া প্রতিদিন ২ দশমিক ৪ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে।
১ জানুয়ারি থেকে তেলের ওপর ভর্তুকি প্রত্যাহার করে নেওয়ায় নাইজেরিয়ায় পেট্রলের দাম দ্বিগুণের বেশি বেড়েছে, যেখানে দেশের অধিকাংশ মানুষের দৈনিক গড় আয় দুই ডলারের কম।
পেট্রলের মূল্যবৃদ্ধির কারণে বিক্ষোভ ক্রমে ধর্মীয় সহিংসতায় রূপ নিচ্ছে। দেশটির অভ্যন্তরীণ এই অস্থিরতা বিশ্ব তেলের বাজারেও বিরূপ প্রভাব ফেলতে পারে। এতে অনেক দেশই উদ্বেগের সঙ্গে নাইজেরিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। গত বছর নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট গুডলাক জোনাথনের জন্য এ ঘটনাকে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হিসেবে ভাবা হচ্ছে।
নাইজেরিয়ার উত্তর অংশ মূলত মুসলমান-অধ্যুষিত এলাকা। দক্ষিণাঞ্চলে খ্রিষ্টানরা প্রভাবশালী। দুই ধর্মীয় জনগোষ্ঠীর সংঘাত দেশে বড় আকারের দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে। ধর্মীয় সহিংসতার পৃথক তিনটি ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার দেশের উত্তর-পূর্ব পটিসকাম এলাকার একটি পানশালায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আটজন। এর মধ্যে পাঁচজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এ ঘটনার জন্য ইসলামি গোষ্ঠী বোকো হারামকে দায়ী করা হয়েছে। এএফপি।

No comments

Powered by Blogger.