ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি-সংকট সমাধানের আহ্বান চীনের
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে উদ্ভূত সমস্যার সমাধানে সহযোগিতা করতে ইরান ও জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)—উভয়ের প্রতি আহ্বান জানিয়েছে চীন। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ব্যাপক আন্তর্জাতিক উদ্বেগের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার এ আহ্বান জানানো হয়। অন্যদিকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করায় উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া।
ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চীনকে রাজি করাতে দেশটির নেতাদের সঙ্গে মার্কিন অর্থমন্ত্রী টিমোথি গেইথনারের বৈঠকের পর এ আহ্বান জানিয়েছে চীন। ইরানের তেলের বড় ক্রেতা চীন বারবারই এই নিষেধাজ্ঞা আরোপে বিষয়টির বিরোধিতা করে আসছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ ওয়েইমিন বলেন, ‘চীন আশা করে, ইরান ও আইএইএ—উভয়ই বিষয়টির সমাধানে সহযোগিতার হাত বাড়াবে। ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের প্রচেষ্টায় যত দ্রুত সম্ভব আন্তরিকভাবে কাজ শুরু করবে।’ আইএইএ বলেছে, ইরান তার নতুন একটি স্থাপনায় সর্বোচ্চ ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে গত মঙ্গলবার বলা হয়, ইরানের পবিত্র শহর কোমের কাছাকাছি একটি কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করার বিষয়টি ইঙ্গিত দেয় যে পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগকে অবজ্ঞা করা অব্যাহত রেখেছে দেশটি। এএফপি, এপি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ ওয়েইমিন বলেন, ‘চীন আশা করে, ইরান ও আইএইএ—উভয়ই বিষয়টির সমাধানে সহযোগিতার হাত বাড়াবে। ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের প্রচেষ্টায় যত দ্রুত সম্ভব আন্তরিকভাবে কাজ শুরু করবে।’ আইএইএ বলেছে, ইরান তার নতুন একটি স্থাপনায় সর্বোচ্চ ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে গত মঙ্গলবার বলা হয়, ইরানের পবিত্র শহর কোমের কাছাকাছি একটি কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করার বিষয়টি ইঙ্গিত দেয় যে পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগকে অবজ্ঞা করা অব্যাহত রেখেছে দেশটি। এএফপি, এপি।
No comments