দ্রাবিড়ের বিশ্বাস, সৌরভের সংশয়

কালই ৩৯ পূর্ণ করলেন রাহুল দ্রাবিড়। কিন্তু ঘটা করে জন্মদিন উদ্যাপনের অবস্থা ঠিক নেই। নিজের ব্যাটে রান নেই, দলের অবস্থাও করুণ। জেগেছে ইংল্যান্ড সিরিজের মতো ধবলধোলাইয়ের শঙ্কা। তবে জন্মদিনে দ্রাবিড় জানালেন, ঘুরে দাঁড়াতে চান নিজে, দলও বরণ করতে চায় না ইংল্যান্ডের ভাগ্য। সৌরভ গাঙ্গুলী অবশ্য সন্দিহান। সাবেক অধিনায়কের ধারণা, বিদেশে জয়ের সামর্থ্যটা হারিয়ে ফেলেছে ভারত।


টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে গত বছর ইংল্যান্ডে গিয়েছিল ভারত। কিন্তু বহু আলোচিত ওই সিরিজে শীর্ষস্থান খোয়ানোর পাশাপাশি জুটেছে ধবলধোলাইয়ের লজ্জা। এবারও প্রথম দুই টেস্টে হারার পর অনেকের মনেই উঁকি দিচ্ছে ইংল্যান্ডের স্মৃতি। দ্রাবিড়ের বিশ্বাস ওই দুঃসহ অভিজ্ঞতা এবার এড়াতে পারবে দল, ‘ওই পথে আমরা আর যেতে চাই না। আশা করি, সামনের ম্যাচগুলোয় আমরা ঘুরে দাঁড়াব ও আরও ভালো খেলব। মেলবোর্নে কিছু কিছু সময় আমরা ভালো খেলেছি, ওই স্মৃতি হোক আমার প্রেরণা। ইংল্যান্ড সিরিজের পথে এগোতে চাই না আমরা।’
সৌরভ অবশ্য মনে করছেন, ইংল্যান্ড সিরিজের মতো কিছুই অপেক্ষা করছে এই সিরিজেও। ‘দেশে বাঘ, বিদেশে বিড়াল’—ভারতের এই অপবাদের অনেকটাই ঘুচেছিল সৌরভের অধিনায়কত্বে। তাঁর প্রেরণাদায়ী নেতৃত্বেই বিদেশে জিততে শুরু করেছিল ভারত। কিন্তু ভারতের সফলতম টেস্ট অধিনায়কের শঙ্কা, জয়ের সেই সামর্থ্যটা হারিয়ে ফেলছে ভারত, ‘হারটা বড় নয়, চিন্তার বিষয় হারের ধরন। গত ১০ বছরের পারফরম্যান্সে ভারত দারুণ গর্ব করতে পারে। কিন্তু আমার ভয়, দল কি হঠাৎ এক লাফে অনেকটা পেছনে চলে গেল? টেস্ট জিততে হলে প্রয়োজন গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো জেতা। সেটা দেখা যাচ্ছে না।’
ঘুরে দাঁড়ানো চেষ্টা ভারত অবশ্যই করবে। কিন্তু বাস্তবতা হলো, সিরিজের কঠিনতম পরীক্ষা দিতে হবে তাদের সামনের টেস্টেই। বিশ্বের একসময়কার দ্রুততম উইকেট আবার ফিরছে সেই গতিময় অতীতে। মেলবোর্ন ও সিডনির থেকে অপেক্ষাকৃত ভালো ব্যাটিং উইকেটেও অস্ট্রেলিয়ান পেস আক্রমণ ভুগিয়েছে ভারতের ব্যাটিং লাইনআপকে। পার্থে সিরিজ জয়ের সুযোগ আসছে এক ম্যাচ হাতে রেখেই। চার পেসার নিয়ে ভারতকে উড়িয়ে দেওয়ার আলোচনা তাই বাতাসে ভাসছে কয়েক দিন ধরেই।
অবশ্য পক্ষে-বিপক্ষে মত আছে। উইকেট যেমনই হোক, স্পিনার ছাড়া টেস্টে নামার পক্ষপাতী নন অস্ট্রেলিয়া কোচ মিকি আর্থার। চার পেসার খেলানোর পরিকল্পনাকে সমর্থন করছেন না সাবেক ফাস্ট বোলার শন টেইটও। দলের সমন্বয়ের স্বার্থেই চার পেসার চান না সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট, ‘শেন ওয়াটসন না থাকায় এমনিতেই পেসারদের ওপর চাপ অনেক বেশি পড়ছে। একজন স্পিনার থাকলে টানা লম্বা সময় ধরে বোলিংয়ের ধকলটা হয়তো সইতে হবে না।’
তবে এটার পাল্টা একটা যুক্তি দিয়েছেন সাবেক অলরাউন্ডার টম মুডি, ‘কোনো সন্দেহ নেই, চার পেসার কার্যকর হতে পারে। বেন হিলফেন তো ছোট রানআপে লম্বা সময় ধরে বোলিং করতে পারে। গত দুই টেস্টে আমরা দেখেছি, একটা ওভার শেষ করতে ও দুই-আড়াই থেকে বড়জোর তিন মিনিট নেয়। শুনছি, সাম্প্রতিক সময়ের সবচেয়ে দ্রুতগতির উইকেট হবে। পেসাররা তাই যথেষ্টই সহায়তা পাবে।’
তবে পেসার চারজন হোক আর তিন—আরেকটি কঠিন পরীক্ষা অপেক্ষা করছে দ্রাবিড়দের জন্য। ওয়েবসাইট।

No comments

Powered by Blogger.