নাইজেরিয়ার বারে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় নিহত ৮

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় ইয়োব প্রদেশের একটি বারে সশস্ত্র বন্দুকধারীরা হামলা চালিয়ে ৭ বছরের এক শিশু ও কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ৮ জনকে হত্যা করেছে। ইয়োব প্রদেশের পুলিশ কমিশনার তাঙ্কো লাওয়াল ৪ পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার খবর দিয়েছেন। হামলার পর বন্দুকধারীরা একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ খবর দিয়ে অনলাইন বিবিসি জানিয়েছে, স্থানীয় প্রশাসন এ সহিংস হামলার জন্য কট্টরপন্থী ইসলামী সংগঠন বোকো হারামকে দায়ী করেছে। এদিকে এর আগে বেনিন শহরের একটি মসজিদ ও মুসলিম স্কুলে আগুন দেয়ায় কমপক্ষে ৫ জন প্রাণ হারিয়েছিল। এর ফলে দেশটির উত্তরাঞ্চল থেকে বহু মুসলমান নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন।

No comments

Powered by Blogger.