আইএসপিআরকে ব্যবহার করে উস্কানিমুলক কাজ করেছে সরকার: বিএনপি
রোড মার্চের জনসভায় খালেদা জিয়ার বক্তব্য নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)-এর সংবাদ বিজ্ঞপ্তির জবাব দিয়েছে বিএনপি। গতকাল দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ব্যাখ্যা দেয়া হয়। ১২দফার বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার ভাষণে উল্লিখিত ওই কথাগুলোর মধ্যে কোনটি অসত্য তা আমাদের কিংবা দেশবাসীর কাছে বোধগম্য নয়। বিরোধী দলীয় নেতা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত ও কার্যকলাপ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট অভিযোগ করলে সেই সমালোচনা সশস্ত্র বাহিনীকে লক্ষ্য করে করা হয়েছে বলে প্রচার করাটা নিছক অপপ্রচার ও অপব্যাখা ছাড়া আর কিছুই নয়। সরকারের বিরুদ্ধে যে সমালোচনা তার জবাব দেয়ার দায়-দায়িত্বও সশস্ত্র বাহিনীর নয়। আইএসপিআর-কে বিরোধী দলীয় নেতার বক্তব্যের অপব্যাখা দেয়ার কাজে অপব্যবহার করা হয়েছে বলে মনে করে বিএনপি। আইএসপিআর-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বিরোধী দলীয় নেত্রীর বক্তব্য সম্পর্কে “উস্কানিমূলক, কান্ডজ্ঞানহীন এবং অনভিপ্রেত” শব্দগুচ্ছ ব্যবহার খুবই অনভিপ্রেত ও দুঃখজনক। বিবৃতিতে বলা হয়, সশস্ত্র বাহিনীতে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণেই যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে সে সম্পর্কে উদ্বেগ প্রকাশের অধিকার দেশপ্রেমিক ও দায়িত্বশীল বিরোধী দলের অবশ্যই রয়েছে। আইএসপিআর-কে ব্যবহারের মাধ্যমে বিরোধী দলীয় নেত্রীর ভাষণ সম্পর্কে অসংযত ভাষায় বক্তব্য প্রচার করিয়ে সরকারই উস্কানিমূলক কাজ করেছে। সেনাবাহিনীর পরিচালন রীতি, সেনা আইন এবং শৃঙ্খলা বিধানের পদ্ধতি সম্পর্কে বিরোধী দলীয় নেতার সম্যক অবহিত রয়েছেন। ফলে খালেদা জিয়ার বিরুদ্ধে অপপ্রচার প্রকৃতপক্ষেই বিভ্রান্তিমুলক।
No comments