বার্সায় যাননি নেইমার!

সাক্ষাৎকারের প্রসঙ্গটিকে উড়িয়েই দিলেন নেইমার। সান্তোস তারকা বললেন, গত মঙ্গলবার বার্সেলোনার কোনো কর্মকর্তার সঙ্গে দেখা করেননি। তবে তাঁর বাবা দেখা করেছেন কি না, সে ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারেননি।
‘আমি বার্সেলোনার সঙ্গে দেখা করিনি। আমি এখনো সান্তোসেরই খেলোয়াড়। জুরিখে আমার বাবার সঙ্গে তাদের দেখা হয়ে থাকতে পারে’—স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএসকে বলেছেন নেইমার।
গত গ্রীষ্মের দলবদলের সময় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ—দুই স্প্যানিশ ‘দানব’ই পিছু নিয়েছিল নেইমারের। রিয়াল মাদ্রিদ তো আলোচনায় অনেক দূর এগিয়েও গিয়েছিল। কিন্তু সান্তোসের ১৯ বছর বয়সী তারকার কথাবার্তা বলে রিয়াল নয়, বার্সেলোনাই তাঁকে টানে বেশি। মাঝেমধ্যেই বার্সেলোনা এবং মেসির প্রশংসায় মেতে ওঠেন পেলে-রোনালদোদের উত্তরসূরি।
গত ৯ জানুয়ারি ফিফার পুরস্কার রজনীতে বার্সেলোনার কোচ-খেলোয়াড়দের সঙ্গে জুরিখের মঞ্চে গেছেন নেইমারও। ফলে পেপ গার্দিওলা-মেসি-জাভিদের সঙ্গে অন্তরঙ্গ সময়ই কেটেছে। এর একদিন পরই খবর বেরোয়, মঙ্গলবার (পুরস্কার পাওয়ার পরদিন) বার্সেলোনার ফুটবল পরিচালক রাউল স্যানলেইয়ের সঙ্গে বার্সেলোনায় সাক্ষাৎ করেছেন নেইমার। বিজ্ঞাপনচিত্রের শ্যুটিংয়ে সেখানে নাকি পুরোটা দিনই কাটিয়েছেন ব্রাজিল তারকা। কিন্তু খবরটাকে স্রেফ গুজব বানিয়ে দিলেন নেইমার।
রিয়াল-বার্সেলোনার লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে নেইমার থেকে গেছেন সান্তোসে। তবে বার্সা-রিয়ালের ব্যাপারে তাঁকে অনুপ্রাণিত করেছেন ব্রাজিল জাতীয় দলের তাঁর দুই সতীর্থ দানি আলভেজ ও মার্সেলো। আলভেজ খেলেন বার্সেলোনায়। মার্সেলো রিয়ালে। নেইমারের কথা, ‘(ডানিয়েল) আলভেজ বার্সেলোনা সম্পর্কে ভালো কথা বলে। মার্সেলো রিয়ালের কথা বলে। প্রত্যেক খেলোয়াড়ই তাদের ক্লাবকে সমর্থন করে।’ ওয়েবসাইট।

No comments

Powered by Blogger.