নোলসের কোলে নীল চাঁদ
ইদানীং পশ্চিমা দুনিয়ায় কোনো সম্পর্কই সে রকম টেকসই হয় না। সেখানে দুজন মিলে ভালোবাসার সাম্পান এক দশক ধরে বেয়ে চলা তো বিরাট ব্যাপার। আর সেই দশক পূর্তি যদি হয় নিজেদের প্রথম সন্তানের আগমনের মধ্য দিয়ে। এর চেয়ে বড় আনন্দের আর কী হতে পারে! মার্কিন সংগীত তারকা বিয়ন্সে নোলস আর শন জে-জেড কার্টার দম্পতি সেই আনন্দের ভেলাতেই ভাসছেন এখন। গত শনিবার যে নোলসের কোলজুড়ে এসেছে তাঁদের প্রথম কন্যাসন্তান! নীল ফুটফুটে চাঁদের মতো দেখতে বলেই হয়তো মেয়ের নাম রাখা হয়েছে ব্লু আইভি কার্টার।
ব্লুর জন্মের মধ্য দিয়ে হয়তো শেষ হতে চলল কয়েক মাস ধরে নোলসের গর্ভধারণ নিয়ে চলা উন্মাদনার। সর্বশেষ এমন শোরগোল হয়েছিল সম্ভবত টম ক্রুজ আর কেটি হোমসের মেয়ে সুরি ক্রুজের জন্মের সময়। তবে তখন তো আর টুইটার-ফেসবুকের এমন দাপট ছিল না। এবার তাই শোরগোলটা বেশিই হয়েছে।
গত বছরের ২৮ আগস্ট নোলস প্রথম জানান, তিনি মা হতে চলেছেন; সেটিও এমটিভি মিভিউ মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে। সেদিন ওই অনুষ্ঠানে ‘লাভ অন টপ’ গানটিও পরিবেশন করেছিলেন এই ৩০ বছর বয়সী তারকা।
সঙ্গে সঙ্গেই ইন্টারনেটে ঝড় ওঠে। নোলস মা হচ্ছেন—এ তথ্য জানিয়ে প্রতি সেকেন্ডে টুইট করার নতুন রেকর্ড হয়ে যায়। প্রতি সেকেন্ডে এ নিয়ে টুইট হয়েছে আট হাজার ৮৬৮টি! নিজের প্রথমবারের মতো মা হওয়ার স্বর্গীয় এই আনন্দের খবর এমটিভির অনুষ্ঠানে গিয়ে প্রচার করায় অনুষ্ঠানটিরও কপাল যেন খুলে যায়। ২০১১ এমটিভি মিভিউ মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি হয়ে যায় এমটিভির ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকের দেখা অনুষ্ঠান। যে অনুষ্ঠানের দর্শক ছিল এক কোটি ২৪ লাখ!
ওয়েবসাইটে তথ্য খোঁজার সবচেয়ে জনপ্রিয় সাইট গুগল জানায়, ২৯ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর ২০১১ পর্যন্ত সবচেয়ে বেশিবার গুগলে খোঁজা হয়েছে ‘বিয়ন্সে প্রেগন্যান্ট’ এই শব্দবন্ধ লিখে। এই ঘোষণা তাঁর চতুর্থ অ্যালবাম ফোর-এর বিক্রিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। কেবল আগস্ট মাসেই এই অ্যালবাম বিক্রি হয়েছে সাত লাখ কপি। এখন পর্যন্ত এই অ্যালবামের বিক্রি ছাড়িয়ে গেছে ১০ লাখের ঘর।
অক্টোবরের দিকে শুরু হয়ে যায় আরেক গুঞ্জন। অস্ট্রেলিয়ার একটি টিভি অনুষ্ঠানে হাজির হওয়ার পর এমন গুজব রটে, নোলস আসলে গর্ভধারণ করেননি। এটা স্রেফ বানানো। তাঁকে নিয়ে হইচই তৈরি অ্যালবাম বেশি বিক্রির কৌশল! পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যে নোলসের পক্ষ থেকে বিবৃতি পর্যন্ত দিতে হয়।
সেই বিবৃতির পর গুঞ্জন থেকে গেলেও অবিশ্বাসীর সংখ্যাটাও কম ছিল না। ব্লুর জন্মের ফলে হয়তো সেই গুঞ্জনের অবসান হবে। অবসান হবে কয়েক মাস ধরে চলা সাইবার উন্মাদনার। আবার এমনও তো হতে পারে, এবার ব্লুকে নিয়ে; তার প্রথম ছবি কে ছাপবে—এটা নিয়ে শুরু হয়ে যাবে নতুন প্রতিযোগিতা।
হলিউডের দুনিয়া এক আশ্চর্য দুনিয়া। যেখানে জন্মের আগেই ব্লু-সূরিরা ‘বিখ্যাত’ হয়ে যায়!
রাজীব হাসান
তথ্য: এলএ টাইমস
গত বছরের ২৮ আগস্ট নোলস প্রথম জানান, তিনি মা হতে চলেছেন; সেটিও এমটিভি মিভিউ মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে। সেদিন ওই অনুষ্ঠানে ‘লাভ অন টপ’ গানটিও পরিবেশন করেছিলেন এই ৩০ বছর বয়সী তারকা।
সঙ্গে সঙ্গেই ইন্টারনেটে ঝড় ওঠে। নোলস মা হচ্ছেন—এ তথ্য জানিয়ে প্রতি সেকেন্ডে টুইট করার নতুন রেকর্ড হয়ে যায়। প্রতি সেকেন্ডে এ নিয়ে টুইট হয়েছে আট হাজার ৮৬৮টি! নিজের প্রথমবারের মতো মা হওয়ার স্বর্গীয় এই আনন্দের খবর এমটিভির অনুষ্ঠানে গিয়ে প্রচার করায় অনুষ্ঠানটিরও কপাল যেন খুলে যায়। ২০১১ এমটিভি মিভিউ মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি হয়ে যায় এমটিভির ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকের দেখা অনুষ্ঠান। যে অনুষ্ঠানের দর্শক ছিল এক কোটি ২৪ লাখ!
ওয়েবসাইটে তথ্য খোঁজার সবচেয়ে জনপ্রিয় সাইট গুগল জানায়, ২৯ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর ২০১১ পর্যন্ত সবচেয়ে বেশিবার গুগলে খোঁজা হয়েছে ‘বিয়ন্সে প্রেগন্যান্ট’ এই শব্দবন্ধ লিখে। এই ঘোষণা তাঁর চতুর্থ অ্যালবাম ফোর-এর বিক্রিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। কেবল আগস্ট মাসেই এই অ্যালবাম বিক্রি হয়েছে সাত লাখ কপি। এখন পর্যন্ত এই অ্যালবামের বিক্রি ছাড়িয়ে গেছে ১০ লাখের ঘর।
অক্টোবরের দিকে শুরু হয়ে যায় আরেক গুঞ্জন। অস্ট্রেলিয়ার একটি টিভি অনুষ্ঠানে হাজির হওয়ার পর এমন গুজব রটে, নোলস আসলে গর্ভধারণ করেননি। এটা স্রেফ বানানো। তাঁকে নিয়ে হইচই তৈরি অ্যালবাম বেশি বিক্রির কৌশল! পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যে নোলসের পক্ষ থেকে বিবৃতি পর্যন্ত দিতে হয়।
সেই বিবৃতির পর গুঞ্জন থেকে গেলেও অবিশ্বাসীর সংখ্যাটাও কম ছিল না। ব্লুর জন্মের ফলে হয়তো সেই গুঞ্জনের অবসান হবে। অবসান হবে কয়েক মাস ধরে চলা সাইবার উন্মাদনার। আবার এমনও তো হতে পারে, এবার ব্লুকে নিয়ে; তার প্রথম ছবি কে ছাপবে—এটা নিয়ে শুরু হয়ে যাবে নতুন প্রতিযোগিতা।
হলিউডের দুনিয়া এক আশ্চর্য দুনিয়া। যেখানে জন্মের আগেই ব্লু-সূরিরা ‘বিখ্যাত’ হয়ে যায়!
রাজীব হাসান
তথ্য: এলএ টাইমস
No comments