বলিউড ২০১২-চমকের বুননে ঠাসা

র্দা থেকে চোখ সরানোর কোনো সুযোগ নেই। অমিতাভ বচ্চন, আমির খান, শাহরুখ খান, সালমান খান, অজয় দেবগন, অক্ষয় কুমার, সাইফ আলী খান, হূতিক রোশন, এমরান হাশমি, রণবীর কাপুর, ইমরান খান—প্রত্যেকেই আসছেন পর্দা কাঁপাতে। দৌড়ে কারিনা, প্রিয়াঙ্কা, বিদ্যা, ক্যাটরিনারা তো আছেনই। নতুন চমক কারিনার সঙ্গে প্রথমবারের মতো পর্দাযুদ্ধে নামছেন তাঁর বোন কারিশমা কাপুর। একই মাসে (জুন) মুক্তি পাচ্ছে দুই বোনের ছবি।


কারিশমা আসছেন ডেনজারাস ইশক (রজনীশ ডুগ্গল) নিয়ে, কারিনার ছবি তালাশ (আমির)। ১৫ বছর পর গৌরী শিন্দের ইংলিশ ভিংলিশ (অমিতাভ বচ্চন) দিয়ে ফিরছেন শ্রীদেবী। প্রীতি জিনতা, আমিশা প্যাটেল, মাহিমা চৌধুরী, মনীষা কৈরালাও কোমর বেঁধে পর্দায় ফেরার প্রস্তুতি নিয়েছেন। ২০১২-তেই আট বছর পর পরিচালনায় ফিরছেন ‘কিং অব রোমান্স’ যশ চোপড়া। নাম চূড়ান্ত না হওয়া তাঁর ছবিতেই প্রথম দেখা যাবে শাহরুখ-ক্যাটরিনা জুটিকে। সঙ্গে আছেন আনুশকা শর্মা। যশ রাজ ফিল্মস প্রযোজিত ছবিতে প্রথমবার দেখা যাবে সালমান খানকে। সালমানের ভাই আরবাজ খান বড়দিনে আসছেন তাঁর প্রথম পরিচালিত ছবি দাবাং ২ নিয়ে। ক্যাটরিনা-সালমান (এক থা টাইগার), দীপিকা-রণবীর (ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি), প্রিয়াঙ্কা-শহীদের (তেরি মেরি কাহানি) সম্পর্ক আছে কি নেই—বোঝা দায়! তবে পর্দায় তাঁরা ফিরছেন এ বছরই। প্রীতি জিনতা, আমিশা প্যাটেল, শিল্পা শেঠি, দিনো মোরিয়াসহ আরও অনেকেই আসছেন প্রযোজকের ক্যাপ পরে। প্রযোজক সাইফ আলী খান ও একতা কাপুর যথাক্রমে গো গোয়া গোন, রক দ্য শাদি নামের ছবি মুক্তি দেবেন এ বছর। এই দুটি ছবিই হতে যাচ্ছে বলিউডের প্রথম জোমবি ছবি। প্রথম পর্দা-উপস্থিতি দিয়ে জ্বলে উঠতে পারেন বনি কাপুর-তনয় অর্জুন কাপুর (যশ রাজ ফিল্মসের ইশাকজাদে; বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়ার বোন পরিণীতি চোপড়া)। করণ জোহর পরিচালিত স্টুডেন্ট অব দ্য ইয়ার-এর মাধ্যমে পর্দায় অভিষেক হচ্ছে ডেভিড ধাওয়ান-তনয় বরুণ ধাওয়ান, মহেশ ভাট-কন্যা আলিয়া ভাট এবং মাই নেম ইজ খান-এর সহকারী পরিচালক সিদ্ধার্থ মালহোত্রার। আসছেন হেমা-ধর্মেন্দ্রর আরেক কন্যা অহনা দেওল, শীর্ষ মডেল ইলিয়েনা, শক্তি কাপুর-তনয় সিদ্ধার্থ কাপুর, জ্যাকি শ্রফ-তনয় টাইগার শ্রফ। আসছেন সানি লিওন।
২০১১ যদি পাঁচটি ১০০ কোটি রুপির ছবি উপহার দিতে পারে, ২০১২-ই বা কম যাবে কেন? ধারণা করা হচ্ছে, অগ্নিপথ, হাউজফুল ২, তালাশ, রৌডি রাঠোর, বোল বচ্চন, এক থা টাইগার, যশ চোপড়ার ছবি এবং দাবাং ২ অন্তত ১০০ কোটি রুপি ঘরে তুলবে। এ বছর বসতে যাচ্ছে সিকুয়্যালের মেলা-জিসম ২ (সানি লিওন, এমরান), জান্নাত ২ (এমরান, ইশা গুপ্ত) রাজ ৩ (এমরান, জ্যাকলিন, বিপাশা বসু), ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই ২ (অক্ষয় কুমার, কারিনা, ইলিয়েনা), হাউজফুল ২ (অক্ষয়, অসিন, জন, জ্যাকলিন, জেরিন, মিঠুন, ঋষি, রণধীর), দাবাং ২ (সালমান, সোনাক্ষী), দোস্তানা ২ (অভিষেক, জন, ক্যাটরিনা), কেয়া সুপার কুল হ্যায় হাম (রীতেশ, তুষার, নেহা শর্মা, সারা ডায়েস), রেস ২ (অনিল, আমিশা, সাইফ, দীপিকা, জন, জ্যাকলিন), থানেদার রিটার্নস (সঞ্জয় দত্ত), ঘায়েল রিটার্নস (সানি দেওল), ১৯২০ (আফতাব, টিয়া)। পুরোনো হিন্দি ছবি অগ্নিপথ, চশমে বাদ্দুর, গোলমাল রিমেক হচ্ছে। গোলমাল রিমেকের নাম রাখা হয়েছে বোল বচ্চন (অজয়, অসিন, অভিষেক, প্রাচী)।
বছরের প্রথম ছবি প্লেয়ার্স (অভিষেক, বিপাশা, ববি, সোনম, নীল) আশাতীত সাফল্য না পেলেও প্রথম মাসের শেষ ছবি অগ্নিপথ (হূতিক, প্রিয়াঙ্কা, সঞ্জয় দত্ত, ক্যাটরিনা) ঝড় তুলবে বলে আশাবাদী সবাই। ফারহান আখতার-আমির খান যৌথ প্রযোজিত, রীমা কাগতির ছবি তালাশ (রানী, কারিনা) মুক্তি পাচ্ছে জুনে। শাহরুখ, হূতিকের মতো আমিরেরও এ বছর এই একটি ছবিই মুক্তি পাবে। তবে সালমান খান এবারও আসছেন দুই ছবি নিয়ে। ঈদে যশ রাজ ফিল্মসের এক থা টাইগার (ক্যাটরিনা), বড় দিনে দাবাং ২ (সোনাক্ষী)-এর মুক্তির দিন নিয়ে এখনই দিন গুনছেন প্রেক্ষাগৃহের মালিকেরা। দিওয়ালিতে যশ চোপড়া-শাহরুখের ছবির সঙ্গে মুক্তি পাবে অজয় দেবগন প্রযোজিত সান অব সর্দার (অজয়, সোনাক্ষী, জুহি, সঞ্জয় দত্ত) এবং অক্ষয় কুমার প্রযোজিত খিলাড়ি ৭৮৬ (অক্ষয়, হিমেশ, ইলিয়েনা)। সান অব সর্দার, বোল বচ্চন-এর পাশাপাশি তেজ (অনিল, কঙ্গনা, জায়েদ) অজয়ের সাফল্য ধরে রাখবে আশা করা যায়। অক্ষয় কুমারের বিগত বছরগুলো তেমন একটা ভালো না গেলেও ২০১২ তে
হাউজফুল-২, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই ২, খিলাড়ি ৭৮৬, জোকার (সোনাক্ষী), সঞ্জয় লীলা বানসালি প্রযোজিত প্রভু দেবা পরিচালিত রৌডি রাঠোর (সোনাক্ষী) নিয়ে আশায় বুক বেঁধেছেন। অনুরাগ বসুর কমেডি ছবি বারফি-তে মূক ও বধির চরিত্রে রণবীর কাপুর এবং মানসিক প্রতিবন্ধী চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়া নতুন চমক দেখাবেন। সঙ্গে আছেন ইলিয়েনা। বিদ্যা বালান কাহানি ছবিতে (পরমব্রত, নাসিরুদ্দিন শাহ) অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে নতুন আলোড়ন তুলবেন। কারিনা কাপুরও ছেড়ে কথা বলবেন না। তালাশ, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই ২-এর পাশাপাশি মুক্তি পাচ্ছে মধুর ভান্ডারকরের বহুল আলোচিত ছবি হিরোইন (অর্জুন রামপাল), সাইফ প্রযোজিত এজেন্ট বিনোদ, করণ জোহর প্রযোজিত এক ম্যায় ঔর এক তু (ইমরান)। তবে বক্স অফিসে নায়িকাদের মধ্যে ক্যাটরিনা কাইফ হতে পারেন সম্রাজ্ঞী।
এ ছাড়া যেসব ছবি আলোড়ন তুলতে পারে: ডিপার্টমেন্ট (নাসিরুদ্দিন শাহ, অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, রানা ডগ্গুবতি, অঞ্জনা), সাংঘাই (প্রসেনজিত, অভয়, কালকি), ককটেল (দীপিকা, সাইফ), জোড়ি ব্রেকার্স (বিপাশা, মাধবন), ফেরারি কি সাওয়ারি (শারমান), গ্যাংগস অব ওয়াসেপুর (শাবানা আজমি, মনোজ বাজপেয়ী), গো গোয়া গোন (সাইফ, কুনাল খেমু, বীর দাস), আই লাভ নিউ ইয়ার (সানি দেউল, কঙ্গনা, মাধবন), আই মি ঔর ম্যায় (জন, চিত্রাঙ্গদা, প্রাচী), ইনকার (অর্জুন, চিত্রাঙ্গদা), ইশক ইন প্যারিস (প্রীতি জিনতা, ফ্যাব্রিক লুচিনি), রক দ্য শাদি (অভয়, জেনেলিয়া), শুটআউট এট ওয়াদালা (জন, অনিল, তুষার, বিবেক), জিলা গাজিয়াবাদ (সঞ্জয় দত্ত, আরশাদ, বিবেক, মিনিশা), শর্টকাট রোমিও (আমিশা, নীল)। সব মিলিয়ে বলা যায়, ২০১২ সালে পর্দায় বুঁদ হয়েই থাকতে হবে বলিউড-দর্শকদের।
 রুম্মান রশীদ খান
[বলিউড হাঙ্গামা, আইএমডিবি, রেডিফ, আইবিএন লাইভ, ইন্ডিসিনে অবলম্বনে]

No comments

Powered by Blogger.