গোলাম আযমের গ্রেপ্তারে বিভিন্ন সংগঠনের বিবৃতি
জামায়াত নেতা গোলাম আযমের গ্রেপ্তারের খবরে ঢাকার বিভিন্ন স্থানে আনন্দমিছিল হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এ ঘটনাকে স্বাগত জানিয়েছে। দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা যুব কমান্ডের মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউ থেকে জিরো পয়েন্ট হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বিচার শেষ করে গোলাম আযমকে ফাঁসিতে ঝোলাতে পারলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের আত্মা শান্তি পাবে।
বিকেলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও রমনা থানা আওয়ামী লীগের মিছিল মগবাজার সংগ্রামের গলি, মগবাজার ওয়্যারলেস গেট হয়ে বাংলামোটরে এসে শেষ হয়। পথে মগবাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুক্তিযাদ্ধা লীগ, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, বিশ্ব কবিতাকণ্ঠ পরিষদসহ বিভিন্ন সংগঠন আনন্দমিছিল করে এবং স্বস্তি প্রকাশ করে বিবৃতি দিয়েছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান এক বিবৃতিতে বলেন, যুদ্ধাপরাধী গোলাম আযম গ্রেপ্তার হওয়ায় জাতির দীর্ঘদিনের গ্লানি কিছুটা হলেও মোচন হলো।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি সাংসদ মঈন উদ্দীন খান ও সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া এক প্রতিক্রিয়ায় বলেন, গোলাম আযমকে কারাগারে পাঠানোয় যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে জাতির দীর্ঘদিনের দাবি পূরণ হলো। জনগণের প্রত্যাশা, যুদ্ধাপরাধের মাধ্যমে জাতির কপালে যে কলঙ্ক লেপন করা হয়েছে, দ্রুত বিচারের মাধ্যমে সেই কলঙ্ক মোচন করা হবে।
সংসদ সদস্য আউয়াল মিথ্যা সাক্ষ্য দিয়েছেন: সাঈদীর আইনজীবী
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল মিথ্যা সাক্ষ্য দিয়েছেন বলে সাঈদীর আইনজীবী মনজুর আহমেদ আনসারী মন্তব্য করেছেন। গতকাল বুধবার আইনগত মতামতে আইনজীবী মনজুর এ কথা বলেন। মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী আউয়ালকে জেরার শেষ পর্যায়ে আইনজীবী মনজুর এই মত দেন। এ সময় তিনি বলেন, এ কে এম এ আউয়াল পিরোজপুরের বর্তমান সংসদ সদস্য এবং সাঈদী ওই এলাকার সাবেক সংসদ সদস্য। এ জন্য বিদ্বেষপ্রসূত হয়ে তিনি সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।
তবে এর বিরোধিতা করে সাক্ষী বলেন, এটা সত্য নয়।
বাংলাদেশ মুক্তিযাদ্ধা লীগ, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, বিশ্ব কবিতাকণ্ঠ পরিষদসহ বিভিন্ন সংগঠন আনন্দমিছিল করে এবং স্বস্তি প্রকাশ করে বিবৃতি দিয়েছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান এক বিবৃতিতে বলেন, যুদ্ধাপরাধী গোলাম আযম গ্রেপ্তার হওয়ায় জাতির দীর্ঘদিনের গ্লানি কিছুটা হলেও মোচন হলো।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি সাংসদ মঈন উদ্দীন খান ও সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া এক প্রতিক্রিয়ায় বলেন, গোলাম আযমকে কারাগারে পাঠানোয় যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে জাতির দীর্ঘদিনের দাবি পূরণ হলো। জনগণের প্রত্যাশা, যুদ্ধাপরাধের মাধ্যমে জাতির কপালে যে কলঙ্ক লেপন করা হয়েছে, দ্রুত বিচারের মাধ্যমে সেই কলঙ্ক মোচন করা হবে।
সংসদ সদস্য আউয়াল মিথ্যা সাক্ষ্য দিয়েছেন: সাঈদীর আইনজীবী
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল মিথ্যা সাক্ষ্য দিয়েছেন বলে সাঈদীর আইনজীবী মনজুর আহমেদ আনসারী মন্তব্য করেছেন। গতকাল বুধবার আইনগত মতামতে আইনজীবী মনজুর এ কথা বলেন। মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী আউয়ালকে জেরার শেষ পর্যায়ে আইনজীবী মনজুর এই মত দেন। এ সময় তিনি বলেন, এ কে এম এ আউয়াল পিরোজপুরের বর্তমান সংসদ সদস্য এবং সাঈদী ওই এলাকার সাবেক সংসদ সদস্য। এ জন্য বিদ্বেষপ্রসূত হয়ে তিনি সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।
তবে এর বিরোধিতা করে সাক্ষী বলেন, এটা সত্য নয়।
No comments