চেনা তবু অচেনা
কাহিনী টেনে লম্বা করার অভ্যাসটা হলিউডের আছে। আগে সিনেমা ব্যবসায়িক ভাবে সফল হলে দ্বিতীয় পর্ব করার চিন্তা করা হত, এখন সিনেমা মুক্তির আগেই ঘোষণা চলে আসে সিক্যুয়েলের। আর বিখ্যাত কোন চরিত্র বা উপন্যাসের চিত্রায়ন তো থাকছেই।
চলতি বছরে হলিউডে দেখা যাবে পুরনো অনেক সিনেমার নতুন পর্ব, নতুন অধ্যায়। অর্থাৎ পাত্রপাত্রীদের অনেকেই হয়ত থাকবেন চেনা, কিন্তু তাদের কান্ডকীর্তি হবে একদম অচেনা! সেই বৃত্তান্ত জানাচ্ছেন সামীউর রহমান
বছরের শুরুতেই ভ্যাম্পায়ার ও নেকড়েমানবদের (লাইকেন) দ্বন্দ্বের প্রাচীন সেই কাহিনী নিয়ে নির্মিত আন্ডারওয়ার্ল্ড সিরিজের চতুর্থ পর্ব 'অ্যাওয়েকনিং' মুক্তি পাবে চলতি মাসের তৃতীয় সপ্তাহে। মুখ্য ভূমিকায়, অর্থাৎ 'সেলিন' চরিত্রে ফের দেখা যাবে কেট বেকেনসিলকে। এই পর্বে দেখা যাবে, ভ্যাম্পায়ার ও নেকড়েমানবদের দ্বৈরথে তৃতীয়পক্ষ হিসেবে আবির্ভাব ঘটেছে মানুষের, যারা নিশ্চিহ্ন করে দিতে চান ভ্যাম্পায়ার ও নেকড়েমানবদের। মানুষের একটি বিজ্ঞানাগারে বন্দি আছেন সেলিন, তাঁর ওপর চলছে গবেষণা। ১২ বছরের 'জীবন্মৃত' অবস্থার পর পালান সেলিন, তারপর?
ফেব্রুয়ারিতে দ্বিতীয় পর্ব 'স্পিরিট অব ভেনজেন্স' নিয়ে রুপালি পর্দায় ফিরছেন মারভেলের সুপার হিরো 'ঘোস্ট রাইডার' ওরফে জনি ব্লেইজ। বাবার আরোগ্য কামনায় শয়তানের কাছে আত্মা বিক্রি করেছিলেন জনি, এর পর থেকেই এক অভিশাপে তাঁর স্বাভাবিক শরীর মাঝেমধ্যে হয়ে যায় জ্বলন্ত কঙ্কাল। অদ্ভুত এক মোটরসাইকেলে করে ঘুরে বেড়ান তিনি, তাঁর চোখে জ্বলে নরকের উনুন। প্রথম পর্বের মতোই নিকোলাস কেজ অভিনয় করেছেন ঘোস্ট রাইডারের চরিত্রে, শয়তানের কাছ থেকে পাওয়া অভিশাপকে আশীর্বাদ বানিয়ে শয়তানি শক্তির বিরুদ্ধে আবার তাঁকে লড়তে দেখা যাবে সিনেমার পর্দায়। ঘোস্ট রাইডার মুক্তি পাবে ১৭ ফেব্রুয়ারি। এরপর মার্চে দেখা যাবে গ্রিক পুরাণ অবলম্বনে নির্মিত 'ক্ল্যাশ অব দ্য টাইটানস'-এর দ্বিতীয় পর্ব 'ওয়ার্থ অব টাইটানস'। পার্সিয়ুস চরিত্রে আবারও দেখা যাবে 'অবতার' তারকা স্যাম ওর্দিংটনকে, জিউস হিসেবে থাকবেন লিয়াম নিসন আর রানী অ্যান্ড্রোমিডার চরিত্রে থাকছেন রোজমুন্ড পাইক।
মে মাসে হলিউড একসঙ্গে দেখবে চার সুপার হিরো 'আয়রন ম্যান', 'ইনক্রেডেবল হাল্ক', 'থর' ও 'ক্যাপ্টেন আমেরিকা'কে। এই চার সুপার হিরো একসঙ্গে 'দি অ্যাভেঞ্জার্স' হিসেবে মোকাবিলা করবেন অশুভ শক্তির। মারভেল এন্টারটেইনমেন্টের ড্রিম প্রজেক্ট অ্যাভেঞ্জার্সের পরেই দেখা যাবে 'মেন ইন ব্ল্যাক'-এর তৃতীয় পর্ব, যেখানে উইল স্মিথ সময় ভ্রমণ করবেন এজেন্ট জের ভূমিকায়। জুন মাসে দেখা যাবে অ্যানিমেশন ছবি 'মাদাগাস্কার'-এর তৃতীয় পর্ব, তার পরপরই মুক্তি পাবে এলিট সেনা দল 'জিআইজো'দের নতুন রোমাঞ্চকর অভিযানের নতুন অধ্যায় 'রিটালিয়েশন'। রেসলিং তারকা রক ওরফে ডন জনসনকে দেখা যাবে যোদ্ধা রোডব্লক চরিত্রে, ব্রুস উইলিস থাকছেন জেনারেল যোসেফ কল্টনের চরিত্রে।
২০১২ সালের জুলাইকে বলা যায় সুপার হিরোদের মাস। কারণ এই মাসেই যে হলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত দুই সুপার হিরো নেমে আসবেন পর্দায়। শুরুতেই বহুল প্রতিক্ষীত 'অ্যামাইজিং স্পাইডারম্যান'। পিটার পার্কার হিসেবে টবি ম্যাগুয়েরের পর দেখা যাবে অ্যান্ড্রু গারফিল্ডকে। পরিচালক স্যাম রাইমির বদলে এসেছেন মার্ক ওয়েব। আর পিটারের স্কুলের বান্ধবী গোয়েন স্টেইসি চরিত্রে আছেন এমা স্টোন। পিটারের শিক্ষক ও পরে লিজার্ড ম্যানে বদলে যাওয়া ডক্টর কার্ট কর্নসের চরিত্রে অভিনয় করেছেন রাইজ ইভানস।
স্পাইডারম্যানের জাল কাটতে না কাটতেই হাজির হবে 'ব্যাটম্যান'। ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যান ট্রিলজির শেষ পর্ব 'দ্য ডার্ক নাইট রাইজেস' দিয়ে শেষ হবে ক্রিশ্চিয়ান বেলের ব্যাটম্যান অধ্যায়। ছবিতে ক্যাটওমেন চরিত্রে থাকবেন অ্যান হ্যাথওয়ে। ভয়ানক অপরাধী বেইন হিসেবে টম হার্ডি এবং ওয়েইন এন্টারপ্রাইজের উদ্ভাবক লুসিয়াস ফঙ্ চরিত্রে মরগ্যান ফ্রিম্যান। আগস্টে পর্দায় দেখা যাবে স্পাই থ্রিলার বোর্ন সিরিজের নতুন পর্ব 'বোর্ন লিগেসি'। যদিও জেসন বোর্ন অর্থাৎ ম্যাট ড্যামন নেই 'লেগেসি'তে, তবে তাঁর অভিনীত ট্রিলজির শেষ পর্ব 'বোর্ন আলটিমেটাম'-এর ফল নিয়েই এগিয়েছে ছবির কাহিনী। বোর্নর্ লেগেসিতে অভিনয় করেছেন এডওয়ার্ড নর্টন ও র্যাচেল ওয়াইজ।
সেপ্টেম্বর ও অক্টোবরে একে একে দেখা যাবে কম্পিউটার গেইম থেকে চলচ্চিত্রে রূপ নেওয়া 'রেসিডেন্ট এভিল'-এর নতুন পর্ব রেট্রিবিউশন ও লিয়াম নিসন অভিনীত 'টেকেন'-এর নাম ঠিক না হওয়া সিক্যুয়েল। নভেম্বর থেকেই লেগে যাবে বড় দিনের হাওয়া, আর একে একে আসতে থাকবে দারুণ সব ছবি। কারণ ছুটির মৌসুমেই যে সবচেয়ে বড় চমকটা দেওয়ার চেষ্টা করেন প্রযোজকরা। নভেম্বরে মুক্তি পাবে জেমস বন্ডের নতুন সিনেমা 'স্কাইফল'। এমআইসিঙ্রে গুপ্তচর ০০৭ জেমস বন্ডের ভূমিকায় আরো একবার ডানিয়েল ক্রেগ। তাঁর প্রতিপক্ষের ভূমিকায় হাভিয়ের বার্ডেম। আর সবশেষে থাকছে আরেক কাঙ্ক্ষিত সিনেমা। 'টোয়াইলাইট' প্রেমীদের পরম আকাঙ্ক্ষিত 'ব্রেকিং ডন'-এর দ্বিতীয় পর্ব, যার মাধ্যমে যতি টানা হবে 'টোয়াইলাইট সাগা'র।
No comments