এবার বলিউডমুখী by অনন্য রেজা করিম

লিউড-বলিউডের অভিনেত্রীরা যেখানে নিজেদের কম বয়সী লুক ধরে রাখতে নানা কসরত করেন এবং বিভিন্ন রকম সার্জারির আশ্রয় নিতেও দ্বিধা করেন না; সেখানে ভারত থেকে হলিউডে যাওয়া অভিনেত্রী ফ্রিদা পিন্টো তাঁর সম্পূর্ণ বিপরীত চিন্তাভাবনা নিয়ে আছেন। ফ্রিদা মনেপ্রাণে চাইছেন তাড়াতাড়ি বুড়িয়ে যেতে। ২৭ বছর বয়েসী ফ্রিদা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, 'আমার ভীষণ সাধ চেহারায় একধরনের পরিপক্বতা এবং অভিজ্ঞতার ছাপ যদি


ফুটিয়ে তুলতে পারতাম! আহা, যদি মেরিল স্ট্রিপ, হেলেন মিরেন, সুসান মারানডন, জুডি ডেঞ্চদের মতো আমার চেহারায় বলিরেখা আনতে পারতাম! বুঝতে পারি না, কেন সবাই নিজেকে যুবতী রূপে ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করে। মেরিল স্ট্রিপ, সুসান মারানডনদের চেহারায় সৃষ্ট বলিরেখাগুলো তাঁদের অভিজ্ঞতা ও পরিপক্বতার চমৎকার প্রকাশ। এই বলিরেখাগুলোই বলে দেয় তাঁরা কতটা অভিজ্ঞতার পথ পাড়ি দিয়ে আজকের পর্যায়ে পেঁৗছেছেন। আমি এটা বুঝি, অভিনেত্রীরা কেন সহজে বুড়িয়ে যেতে চান না। কারণ দর্শক পর্দায় নায়িকাকে কম বয়সী ও আকর্ষণীয় রূপে দেখতে বেশি উৎসাহী। তবে বয়সের ছাপ চেহারায় ফুটে উঠলে এটা একধরনের জৌলুস এনে দেয় ব্যক্তিত্বে।' বলিউডের অভিনেত্রী শাবানা আজমীরও দারুণ ভক্ত ফ্রিদা পিন্টো। ছোটবেলা থেকেই শাবানার ছবি দেখে তাঁর প্রতি অনুরক্ত হয়ে উঠেছিলেন ফ্রিদা।
সম্প্রতি ফ্রিদা পিন্টোর নতুন আরেকটি ছবি 'তৃষ্ণা' নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এটা তাঁর অভিনীত দ্বিতীয় ভারতীয় ছবি। টমাস হার্ডির বিখ্যাত উপন্যাস 'টেস অব দ্য ডি'উরবারভিলস' অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন মাইকেল উইন্টারবটম। ছবির প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন ফ্রিদা। ছবিটি সম্প্রতি ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

No comments

Powered by Blogger.