চোখে পানি এসে গেল অঁরির

শেষ কবে কেঁদেছিলেন থিয়েরি অঁরি? ২০০৭ সালে আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যাওয়ার দিনে। চার বছর পর আবারও জল গড়িয়ে পড়ল ফ্রান্সের সাবেক অধিনায়কের চোখ দিয়ে। আর্সেনালের ১২৫ বছর পূর্তিতে 'বিরল' সম্মানই দেখানো হয়েছে ক্লাবের হয়ে সর্বোচ্চ ২২৬ গোল করা অঁরিকে। এমিরেটস স্টেডিয়ামের বাইরে স্থাপন করা হয়েছে তাঁর ব্রোঞ্জের প্রতিমূর্তি। ২০০২ সালের নভেম্বরে টটেনহামের বিপক্ষে তিনি গোল উদ্যাপন করেছিলেন হাঁটু ভেঙে বসে।


সেই আদলেই গড়া হয়েছে মূর্তিটা, পরশু ২০০ কেজি ওজনের এই মূর্তিটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না ১৯৯৮ বিশ্বকাপজয়ী এ ফুটবলার, 'এমন সম্মান দেওয়ায় হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি আর্সেনালকে। সব সময়ই বলে এসেছি এই ক্লাব আছে আমার হৃদয়জুড়ে। শেষবার কেঁদেছিলাম ২০০৭ সালে আর্সেনাল ছাড়ার দিন, কেউ দেখেনি সেই কান্না। আজ চোখের পানি ঝরে পড়ল সবার সামনেই।'
২০০৭ সালে আর্সেনাল ছাড়ার পর বার্সেলোনা হয়ে অঁরি এখন খেলছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রেড বুলসে। তবে না খেললেও এখনো আর্সেনালের প্রতিটা ম্যাচই দেখেন বলে জানালেন ৩৪ বছর বয়সী এ ফুটবলার, 'এখনো আর্সেনালের সব খেলাই দেখি আমি আর কষ্ট পাই ওরা কোনো ম্যাচে হেরে গেলে। আর্সেনাল, বার্সেলোনা আর জাতীয় দলের হয়ে অনেক শিরোপা জেতায় নিজেকে ভাগ্যবান মনে করি। কিন্তু আর্সেনাল এবার যে সম্মানটা আমাকে দিল, এটা সব শিরোপারই ওপরে।' অঁরি ছাড়াও প্রতিমূর্তি স্থাপন করা হয়েছে আর্সেনালের দুই কিংবদন্তি টনি এডামস ও হার্বার্ট চেপম্যানের।
ফরাসি ক্লাব মোনাকোয় অঁরি খেলেছিলেন আর্সেন ওয়েঙ্গারের অধীনে। সেই ওয়েঙ্গারই ১৯৯৯ সালে জুভেন্টাস থেকে ১১ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি'তে তাঁকে নিয়ে আসেন আর্সেনালে। উইঙ্গার থেকে খেলান স্ট্রাইকার হিসেবে। বাকিটা ইতিহাস। ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার পাশাপাশি জিতেছেন ২০০১-০২ ও ২০০৩-০৪ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ। জিতেছেন তিন তিনটি এফএ কাপও। তাই অঁরির প্রশংসা ঝরল ওয়েঙ্গারের কণ্ঠেও, 'কোচ হিসেবে স্বপ্নের যে ফুটবলারটিকে আপনি চান অঁরি ঠিক তাই। তরুণদের সত্যিকারের আদর্শ ও।'
সেস্ক ফ্যাব্রেগাস, সামির নাসরিরা চলে যাওয়ায় আর্সেনাল চলছে এখন রবিন ফন পার্সির কাঁধে ভর করে। ডাচ এ ফরোয়ার্ড এ বছর করেছেন ৩১ ম্যাচে ৩৪ গোল আর ক্লাবকে নিয়ে গেছেন চ্যাম্পিয়নস লিগের নক আউট রাউন্ডে। পার্সি নতুন করে চোট পেয়ে না বসলে আর্সেনাল যে ইংলিশ লিগের শিরোপা দৌড়েও ভালোভাবেই টিকে থাকবে সেটাই জানালেন অঁরি, 'পার্সিকে নিয়ে নতুন করে কী বলব? এ মুহূর্তে ওর চেয়ে ভালো ফুটবলার আছে কেবল মেসি আর রোনালদো। দুর্দান্ত ফর্মে আছে ও। চোট না পেলে নিশ্চিতভাবেই আর্সেনালকে শিরোপা পুনরুদ্ধারের দৌড়ে রাখবে পার্সি।' দ্য টেলিগ্রাফ

No comments

Powered by Blogger.