আওয়ামী লীগ : নওগাঁ-৪ মান্দা-'জলে থেকে কুমিরের সঙ্গে লড়বে কে'

ওগাঁ-৪ (মান্দা) আসনে গত সংসদ নির্বাচনে বর্ষীয়ান আওয়ামী লীগের নেতা ও প্রবীণ সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিককে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ ও বয়সে তরুণ শেখ আবদুল লতিফকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এতে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছিল আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে। দলের সিদ্ধান্তের বিষয়ে প্রকাশ্যে মুখ না খুললেও গোপনে ইমাজ উদ্দিন প্রামাণিককে অনেক নেতা-কর্মী অনুপ্রাণিত করেন নির্বাচনে


প্রতিদ্বন্দ্বিতার জন্য। অবশেষে তিনি স্বতন্ত্র প্রার্র্থী হিসেবে আওয়ামী লীগদলীয় প্রার্থী শেখ আবদুল লতিফ ও বিএনপির প্রার্থী শামসুল আলম প্রামাণিককে বিপুল ভোটে পরাজিত করে নির্বাচিত হন। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও পরে একাকার হয়ে গেছেন আওয়ামী লীগ ঘরানায়। তাঁর আগের ঠিকানায়। তবে সেই সময় যাঁরা গোপনে বিরোধী দলে থেকেও ইমাজ উদ্দিনকে সমর্থন দিয়েছিলেন তাঁরা এখন ভীষণভাবে হতাশ। তাঁকে এখন নিয়ন্ত্রণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক_এমন অভিযোগ বিস্তর।
নওগাঁ জেলার ১১টি উপজেলার মধ্যে সবচেয়ে বড় উপজেলা মান্দা। ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলা। উপজেলা সদর প্রসাদপুর আত্রাই নদের তীরঘেঁষা। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৪টি ইউনিয়নের মধ্যে বিএনপি পেয়েছিল আটটি, আওয়ামী লীগ তিনটি ও স্বতন্ত্র তিনটি। অভিযোগ আছে, এমপিকে সামনে রেখে সব কিছু বরাদ্দের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এমদাদুল হক মোল্লা ও সাধারণ সম্পাদক স ম জসিম উদ্দিন। বালুমহাল, হাটবাজার, পারঘাট, খাস জলাশয় সব কিছুতেই চলছে ভাগবাটোয়ারা। টিআর, কাবিখা, কাবিটা সব কিছুতেই পকেট ভারী হচ্ছে নেতাদের। মাঝেমধ্যে স্থানীয়ভাবে অতি ক্ষমতাধর বিরোধীদের কিছু ছিটেফোঁটা দিতে হয় হৈচৈ এড়াতে।
পল্লীমেলার নামে সার্কাস, জুয়া, অশ্লীল নৃত্যের আয়োজন হয় আওয়ামী নেতাদের স্বজনদের নেতৃত্বে। সেখান থেকে আয়ের টাকায় চলে স্বজনদের লালন-পালন। তাঁরাই ওই সব উৎসব নিয়ন্ত্রণ করেন এমন অভিযোগ করেছেন একাধিক আওয়ামী লীগের কর্মীরা। তাঁরা জানান, তাঁদের বিরুদ্ধে মুখ খোলার উপায় নেই। নির্ঘাত কোনো না কোনো মামলায় ফাঁসিয়ে দেবেন। 'জলে থেকে কুমিরের সঙ্গে কে লড়বে'_এমনই ভয়ে ভীত তাঁরা।
জানা গেছে, সম্প্রতি সদরের প্রসাদপুর বাজারে তরকারিপট্টির স্থান দখল করে দুটি বটগাছ কেটে নেয় সভাপতি এমদাদুল হক মোল্লার ছেলে মাহফুজ মনি, রাশেদসহ কয়েকজন। পরে ওই গাছের কাঠ দিয়ে আটটি দোকানঘর নির্মাণ করে তারা বরাদ্দ দিয়েছে। বিষয়টি নিয়ে কথা হয় উপজেলা খাস জমি বণ্টন কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, 'সম্ভবত একটি দরখাস্ত জমা দিয়ে সভাপতির ছেলেরা তরকারিপট্টিতে দোকানঘর নির্মাণ করেছে। এর বেশি আমার কিছু জানা নেই।'
ইউএনও মুন্সী মনিরুজ্জামান বলেন, সার্ভেয়ারের প্রতিবেদন অনুযায়ী স্থানটি পানি উন্নয়ন বোর্ডে অধিগ্রহণ করা জায়গা।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মী জানান, উপজেলার বুড়িদহ নামক স্থান থেকে কোনো ধরনের লিজ না নিয়ে সভাপতির ছেলে বাদশা বালু তুলে বিক্রি করে আসছে।
সাধারণ সম্পাদক স ম জসিম উদ্দিন বলেন, 'বালুমহাল লিজের বিষয়ে আমি কিছুই জানি না। হাটবাজারও দরপত্রের মাধ্যমে দেওয়া হচ্ছে। এসবই জেলা প্রশাসনের বিষয়। এতে আমাদের করার কিছুই নেই। মান্দা উপজেলায় আওয়ামী লীগ দুর্নীতির বাইরে। এখানে কোনো স্বজনপ্রীতি নেই। বরং জেলায় যা হচ্ছে তা আমি ঘৃণা করি। আমার উপজেলার সাংগঠনিক অবস্থা খুবই ভালো। এখানে কোনো গ্রুপিং নেই। নিয়মিত সভা করি। দলের সব অনুষ্ঠান পালিত হয়।'
এমপির উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে তিনি বলেন, 'ব্রিজসহ মোট ৮৩ কিলোমিটার রাস্তা করা হয়েছে। এ ছাড়া নিয়মতান্ত্রিকভাবে এমপি সাহেবের সব বরাদ্দ বিলি-বণ্টন করা হয়। তিনি নিজেই এসব বিষয় নজরদারি করেন। বিএনপির সময় অনেক হয়রানিমূলক মামলা হয়েছিল। কিন্তু আমরা রাজনৈতিক উদ্দেশ্যে আজ পর্যন্ত কোনো হয়রানিমূলক মামলা করিনি।'
উপজেলা খাস জলাশয় (২০ একরের নিচে) বরাদ্দ কমিটিতে আছেন এমপির মনোনীত চারজন প্রতিনিধি। তাঁদের মধ্যে একজন নজরুল ইসলাম। তিনি সভাপতি আলহাজ এমদাদুল হক মোল্লার জামাতা ও সাধারণ সম্পাদক স ম জসিম উদ্দিনের শ্যালক। খাস পুকুর বরাদ্দের অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর সঙ্গে কথা হলে তিনি বলেন, 'প্রকৃত মৎস্যজীবীদের বরাদ্দ দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না। তা ছাড়া উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সেক্টরের লোকদের নিয়ে কমিটি গঠিত হয়েছে। আমি এমপি সাহেবের মনোনীত প্রতিনিধি। আমার মতো আরো তিনজন আছেন তাঁর প্রতিনিধি হিসেবে।'
মেলা-সার্কাস তাঁর নেতৃত্বে নিয়ন্ত্রণ করা হয়_এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, 'আমি মেলা-সার্কাস নিয়ন্ত্রণ করি না। তবে অনেক সময় বন্ধুবান্ধবের অনুরোধে পারমিশন বের করার বিষয়ে সহযোগিতা করি।'
উপজেলার শীলগ্রামের বৃদ্ধ কছিম উদ্দিন অভিযোগ করেন, তাঁর ছেলে আবদুস সালাম শীলগ্রাম মৌজায় এক একর তিন শতক একটি সরকারি খাস পুকুর লিজ নেন। পরে তাঁর ছেলে মারা যান। ছেলের মৃত্যুর পর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক মোল্লার নেতৃত্বে জোরপূর্বক আকবর আলী, আবু সাঈদ, ওহিদুর, ইসরাতুল্যাসহ কয়েকজন পুকুরটি দখল করে নেয়। এর পরিপ্রেক্ষিতে তিনি মামলা করেন। ২০১০ সালের ডিসেম্বর মাসে মান্দা ভূমি অফিসের সামনে সভাপতির সঙ্গে তাঁর দেখা হয়। মামলা করার কারণে সভাপতি উত্তেজিত হয়ে তাঁকে প্রকাশ্যে মারধর করেন। পরে এমপির হস্তক্ষেপ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় পুকুরটি তিনি ফিরে পান।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে মোবাইল ফোনে বারবার কথা বলার চেষ্টা করলেও সভাপতি আলহাজ এমদাদুল হক মোল্লা ফোন রিসিভ করেননি।
উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের শীর্ষ পর্যায়ের এক নেতা জানান, একশ্রেণীর নেতা-কর্মীর বিতর্কিত কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সাধারণ কর্মীদের মনে ক্ষোভ থাকলেও তা প্রকাশ করতে পারছেন না। ফলে তুষে ঢাকা আগুন জ্বলছে। প্রসাদপুর বাজারে কথা হয় স্থানীয় এক বাসিন্দার সঙ্গে। তিনি বলেন, কত কিছুই তো নিচ্ছেন আওয়ামী লীগের সুযোগসন্ধানী স্থানীয় কয়েকজন নেতা। সম্প্রতি এক স্কুলে শিক্ষকের চাকরি পাইয়ে দিতে উপহার হিসেবে মহিষ উপঢৌকন নেওয়ার মতো ঘটনাও ঘটেছে।
একটি সূত্র জানায়, উপজেলার শিশইল বয়েজের মোড় থেকে সোনাপুর মসজিদ পর্যন্ত কাবিটা বরাদ্দের এক লাখ ৬০ হাজার টাকার মধ্যে মাত্র ১২ হাজার টাকার কাজ করা হয়েছে। আর হাটোর মহিলা ঈদগাহ নির্মাণের বরাদ্দের এক লাখ ৬০ হাজার টাকার কোনো কাজই হয়নি।
সাধারণ সম্পাদক স ম জসিম উদ্দিন জানান, বর্তমানে পূর্র্ণাঙ্গ থানা কমিটি আছে। নিয়মিত কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

No comments

Powered by Blogger.