ডারবান জলবায়ু সম্মেলন-তবু 'অতি অল্প হইলো'

কদিন আগেও এ আশঙ্কা ঘনীভূত হচ্ছিল যে, শেষ পর্যন্ত হতাশার মধ্য দিয়ে ডারবান সম্মেলনের সমাপ্তি ঘটতে চলেছে। দক্ষিণ আফ্রিকার এ শহরটি এখন অপেক্ষাকৃত শীতল কিন্তু আলোচনার টেবিলে বিশ্বের দেশগুলোর নেতা ও প্রতিনিধিরা সরগরম বক্তৃতায় মগ্ন। তবে দেশগুলোর সরগরম আলোচনার লক্ষ্য নিজেদের স্বার্থরক্ষা। বৈশ্বিক উষ্ণতা থেকে পৃথি্বমাতাকে রক্ষা করার জন্য দেশগুলোর যে উদার উষ্ণতা কাম্য ছিল তা দেখা যাচ্ছিল না।


বিশেষত উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মনোভাব ছিল বিনাযুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী। অর্থাৎ বিশ্বের প্রাণ ও প্রকৃতির জন্য সবচেয়ে বড় হুমকি যে কার্বন, তা কমানোর জন্য কার্যক্ষেত্রে বড় নিঃসরণকারীদের কেউ-ই রাজি হচ্ছিল না। ফলে দু'সপ্তাহের আলোচনার ফল শূন্য বলে ঘোষণা দেওয়ার সময় এসেছিল। শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের প্রচেষ্টায় আলোচনার বরফ গলতে শুরু করল। সম্মেলনের শেষ দিনটির আলোচনা তাতে বেড়ে চলল এবং মধ্যরাত অতিক্রম করে সকালের নাশতা অব্দি পেঁৗছল। এখন অল্প হলেও আশার বাণীই ডারবান সম্মেলনের অন্তিম সুর ঘোষণা করছে। এখন পর্যন্ত বিশ্বের রাষ্ট্রগুলোর দ্বারা স্বীকৃত অবশ্যমান্য প্রটোকলটি কিয়োটো প্রটোকল বলে পরিচিত। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ বা ইউএনএফসিসিসির আওতায় কিয়োটো শহরে বিশ্বের দেশগুলো বৈশ্বিক উষ্ণতা মোকাবেলার জন্য করণীয় একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছিল ১৯৯৭ সালে, এটি কার্যকর হয়েছিল ২০০৫ সালে। আর মেয়াদ শেষ হয়ে গেছে ২০১১ সালের সেপ্টেম্বরে। কিয়োটো প্রটোকলের মেয়াদ শেষ হওয়ার আগে আইনানুগ আরেকটি প্রটোকলের জন্য বিশ্বের দেশগুলোর ওপর চাপ বাড়ছিল। এ জন্য মেক্সিকোর কানকুনে বেশ চেষ্টার পরও নতুন কোনো চুক্তির সিদ্ধান্ত হয়নি। শেষ পর্যন্ত ডারবানের দিকে আশা নিয়ে তাকিয়েছিল সবাই। লক্ষ্য ছিল, বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ কমানোর জন্য কার্বন নিঃসরণকারী দেশগুলোকে একটি বাধ্যবাধক প্রটোকলের আওতায় নিয়ে আসা। কিয়োটো প্রটোকল রক্ষার আয়োজন শেষ পর্যন্ত সফল হতে পারল কি-না সে প্রশ্ন থেকে যাচ্ছে। কেননা ডারবানে দেশগুলো যে ঐকমত্যে পেঁৗছতে যাচ্ছে তা মানার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা থাকছে বলে মনে হচ্ছে না। আপাতত এটুকু স্পষ্ট যে, ইউরোপীয় ইউনিয়নের সদিচ্ছাপ্রসূত সিদ্ধান্তের পর দেশগুলো ঐচ্ছিক একটি পদক্ষেপ নিতে যাচ্ছে। সম্মেলনের আতিথ্য দানকারী দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে, একটি নতুন চুক্তির জন্য এখন ২০১৫ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফলে ধরেই নিতে হচ্ছে যে, ডারবানে খুব আশা করার মতো কিছু ঘটেনি। কিন্তু শেষ পর্যন্ত যে শূন্যহাতে ফিরতে হলো না এটুকুই আপাতত সান্ত্বনা। জলবায়ু পরিবর্তনের ফলে গুরুতর ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম দিকে। অতীতের দূষণ ও কার্বন নিঃসরণের কারণে বাংলাদেশসহ বিশ্বের দেশগুলো এই ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। আশঙ্কার কথা, দূষণ ও নিঃসরণ এখনও অব্যাহত। আরও ভয়াবহ বিপর্যয় থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই কার্বন নিঃসরণ কমিয়ে আনার জন্য বাধ্যবাধকতামূলক উদ্যোগ আসা দরকার। কিন্তু সে উদ্যোগ কই? পৃথিবীর সার্বিক স্বার্থের বদলে দেশগুলো শিল্পায়ন ও উন্নয়নের স্বার্থরক্ষা করতেই বেশি তৎপর। অনেক দেশই দায়িত্বশীল ভূমিকা রাখতে পারছে না। এ অবস্থাটা বাংলাদেশসহ অনেক দেশের জন্যই স্বস্তিদায়ক নয়। তবে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলার জন্য একটি ফান্ড গঠন কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এটিও আশার খবর। কানকুনের পর ডারবানেও জলবায়ু সম্মেলন যে প্রার্থিত গন্তব্যে পেঁৗছতে পারল না সে জন্য বিশ্বনেতাদের দায়ী করছেন পরিবেশ আন্দোলনের অনেক কর্মী। তারা বলছেন, মানুষের কথা শুনুন, যারা পরিবেশ দূষণ করছে তাদের কথা নয়। বিশ্বের দেশগুলো ভবিষ্যতে আরও কার্যকর ও অর্থবহ একটি সিদ্ধান্তে পেঁৗছে পৃথিবীকে বিপর্যয় থেকে রক্ষার উদ্যোগ নিক, এটাই এখনকার প্রত্যাশা।

No comments

Powered by Blogger.