প্রতিমন্ত্রীকে দিয়ে উদ্বোধন না করায় উন্নয়নকাজ বন্ধ

প্রতিমন্ত্রীকে দিয়ে উদ্বোধন না করায় নাটোর পৌরসভার নয় কোটি টাকার উন্নয়নকাজ বন্ধ করে দিয়েছেন যুবলীগের কর্মীরা। গত বুধবার সন্ধ্যায় শহরের ডোমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। পৌরসভা সূত্র জানায়, পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক আল মামুন মঙ্গলবার শহরের ডোমপাড়ায় নয় কোটি টাকা ব্যয়ে পৌরসভার রাস্তা ও নালা মেরামতকাজের উদ্বোধন করেন। ওই দিন থেকে ঠিকাদার ডোমপাড়া-রথবাড়ি সড়কের


মেরামতকাজ শুরু করেন। পরের দিন বুধবার সন্ধ্যায় যুবলীগের কর্মীরা টেলু ডোমপাড়ায় গিয়ে শ্রমিকদের কাজ বন্ধ করার নির্দেশ দেন।
ঠিকাদার আশফাকুল ইসলাম বলেন, ‘যুবলীগ কর্মীদের দাবি ছিল, স্থানীয় (নাটোর-২) সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারকে দিয়ে এই কাজের উদ্বোধন করানো হোক। কিন্তু মেয়র তা না করে নিজেই উদ্বোধন করেছেন। এ কারণে কাজটি পরে শুরু করার অনুরোধ করেছেন। ঝামেলা এড়াতে কাজটি বন্ধ রেখেছি।’
জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, ‘পৌরসভার নিজস্ব অর্থে কাজটি করা হচ্ছে না। নাটোরের উন্নয়নের জন্য আমরা সরকারের কাছ থেকে এই কাজের অর্থ সংগ্রহ করেছি। স্বাভাবিকভাবেই তা স্থানীয় মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে শুরু হওয়ার কথা। কিন্তু মেয়র তাঁর দলীয় স্বার্থ রক্ষা করতে গিয়ে আমাদের ডাকেননি। এতে আমাদের নেতা-কর্মীরা কষ্ট পেয়েছেন। তাই তাঁরা কাজটি মন্ত্রীর উপস্থিতিতে শুরু করার অনুরোধ করেছেন মাত্র।’
মেয়র শেখ এমদাদুল হক বলেন, ‘এটা পৌরসভার কাজ। তাই স্থানীয় কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কাজের উদ্বোধন করেছি। দলের কথা ভেবে উদ্বোধন করিনি। কাজ শেষ হওয়ার পর মন্ত্রীকে দিয়ে রাস্তাটি উদ্বোধন করা যেত। এ কারণে কাজ বন্ধ করা ঠিক হয়নি। এতে জনসাধারণের দুর্ভোগ বাড়বে।’
জানতে চাওয়া হলে প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার গতকাল রাতে বলেন, ‘কাজ বন্ধ করার বিষয়ে আমি কিছুই জানি না। আমি কাউকে কাজ বন্ধ করার নির্দেশ দিইনি। কাজটি যাতে দ্রুত শুরু করা যায়, সে ব্যাপারে আমি পদক্ষেপ নেব।’

No comments

Powered by Blogger.