শীতার্তদের পাশে প্রথম আলো-দিনাজপুর ও রায়গঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ও গত বুধবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ২৩০ দুস্থ মানুষকে কম্বল দেওয়া হয়েছে। গতকাল পার্বতীপুর উপজেলার ভবেরবাজার তাজনগর গ্রামে ও দিনাজপুর শহরের শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় দিনাজপুর বন্ধুসভার সদস্যরা দুই দফায় এসব কম্বল বিতরণ করেন। প্রথম দফায় ভবেরবাজার
তাজনগর গ্রামের ৫০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন ব্র্যাক ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান তাহনিয়াত আহমেদ করিম ও প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল। বিকেলে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আরও ৫০ শীতার্ত মানুষকে ডেকে এনে তাঁদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল পেয়ে উপজেলার তাজনগর গ্রামের সোবেদা খাতুন বলেন, ‘জারত (শীতে) কাবু হই গেইছিনু বা, কেহ মক দেখে না। তোমহার কম্বল পাই মোর জানডা জুড়াইল।’
এ সময় সমাজসেবী মেহেরুল্লা বাদল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদুর রহমান, উদীচীর সাধারণ সম্পাদক রেজাউর রহমান, ব্র্যাকের কর্মকর্তা নোমান রেজা, দিনাজপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, প্রথম আলো বন্ধুসভার রায়গঞ্জ শাখার সদস্যরা বুধবার সারা দিন উপজেলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া পালপাড়া, ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল হোসেন এবং সোনাখাড়া ও ধুবিল ইউনিয়নের আদিবাসী অধ্যুষিত আমশড়া, খৈচালা, বাঁশাইল ও ধলজান গ্রামের দুস্থদের হাতে কম্বল তুলে দেন।
কম্বল বিতরণে অংশ নেন উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ মাহমুদ মিয়া, উরাঁও ফাউন্ডেশনের সভাপতি আশুতোষ কুমার উরাঁও, সাধারণ সম্পাদক যোগেন্দ্রনাথ উরাঁও, আদিবাসী নেতা রবিন হেমব্রম, রায়গঞ্জ বন্ধুসভার সদস্য তাপস কুমার পাল, আহমেদ, প্রথম আলোর প্রতিনিধি সাজেদুল আলম প্রমুখ।

No comments

Powered by Blogger.