ইসরায়েলি জেলে আটক স্বজনদের দেখতে যেতে পারেনি ফিলিস্তিনিরা

ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি কারাগারে আটক আত্মীয়স্বজনকে দেখতে যেতে চেয়েছিল একদল ফিলিস্তিনি। কিন্তু গতকাল মঙ্গলবার তাদের সেখানে যেতে বাধা দেয় ২০০৬ সাল থেকে ফিলিস্তিনীদের হাতে আটক ইসরায়েলি সেনা গিলাদ শালিতের একদল সমর্থক। শালিতের একজন সমর্থক বার্তা সংস্থা এএফপিকে এ কথা বলেন।
গিলাদ শালিতের সমর্থক সিমসন লিবম্যান বলেন, শালিতের প্রায় ৫০ জন সমর্থক ফিলিস্তিনিদের বহনকারী একটি বাসকে বেইত শিয়ান উপত্যকার গিলবোয়া জেলে যেতে বাধা দেয়।
লিবম্যান বলেন, ‘এবার আমরা সফল হয়েছি। বাসটি পশ্চিম তীরের দিকে ফিরে গেছে।’
গত আগস্টে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কারাগারে আটক আত্মীয়স্বজনকে দেখতে যাওয়ার সময় ফিলিস্তিনিদের বাধা দেওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা। কিন্তু ওই সময় পুলিশ হস্তক্ষেপ করে এবং ফিলিস্তিনিদের বন্দী আত্মীয়স্বজনদের দেখতে যেতে দেওয়া হয়।
২০০৬ সালের ২৫ জুন হামাসসহ তিনটি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলি সেনা গিলাদ শালিতকে অপহরণ করে। এর পর থেকে তাঁকে গোপন জায়গায় আটকে রাখা হয়েছে।

No comments

Powered by Blogger.