মাওবাদী মোকাবিলায় ভারতের নয়টি রাজ্যে নিরাপত্তা বাড়ানো হবে

মাওবাদীদের মোকাবিলায় ভারতের নয়টি রাজ্যে আরও ২০ ব্যাটালিয়ন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
রাজ্যগুলো হলো: অন্ধ্র প্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড, বিহার, পশ্চিমবঙ্গ, ওডিশা, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশ। নয়টি রাজ্যের ৬৪টি জেলায় মাওবাদীদের সহিংস কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বৈঠক করে। এতে রাজ্যগুলোয় মাওবাদী তৎপরতা মোকাবিলায় নতুন করে ২০ ব্যাটালিয়ন সিআরপিএফ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে ওই নয়টি রাজ্যে মোট নিরাপত্তা বাহিনীর ৫৬ ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে।
পশ্চিমবঙ্গে মাওবাদীদের তৎপরতা বাড়তে থাকায় উদ্বেগের মধ্যে রয়েছে রাজ্য সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাদের উদ্বেগের কথা জানিয়েছে।
বিধানসভা নির্বাচনে জয়ী হলে মাওবাদী সমস্যা সমাধান করার অঙ্গীকার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী মমতার ডাকে সাড়া দেয়নি মাওবাদীরা। এমনকি রাজ্য সরকারের ঘোষিত আর্থিক সুবিধার প্রস্তাবও তারা প্রত্যাখ্যান করেছে।

No comments

Powered by Blogger.