খালেদার আশা সরকার সমঝোতার পথে ফিরবে

সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল বুধবার এক বিবৃতিতে আশা প্রকাশ করে বলেছেন, সরকার ভুল ও বিপর্যয়ের পথ ছেড়ে সমঝোতার পথে ফিরে আসবে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থায় সরকার বদলের যে পথ তারা রুদ্ধ করেছে, জনগণের দাবি অনুযায়ী সে পথ তারা খুলে দেবে।নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের বাধা অপসারণ করে যত দ্রুত সম্ভব বর্তমান সরকার পদত্যাগ করবে বলেও আশা করেন তিনি। ঢাকা থেকে সিলেট অভিমুখে দুই দিনের রোডমার্চ কর্মসূচি সফল করায় ওই অঞ্চলের সাধারণ মানুষকে অভিনন্দন জানান খালেদা জিয়া।


বিবৃতিতে তিনি 'সরকারের বৈরী আচরণ' সত্ত্বেও প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যেসব সদস্য শান্তি বজায় রাখার ক্ষেত্রে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন তাঁদের ধন্যবাদ জানান।খালেদা জিয়া সরকারকে জনগণের অভিপ্রায় অনুধাবনের আহ্বান জানিয়ে বলেন, রোডমার্চ প্রমাণ করেছে, এ সরকারের বিন্দুমাত্র জনসমর্থন নেই। তিনি বলেন, 'ঢাকা থেকে শুরু করে সিলেট পর্যন্ত দীর্ঘ যাত্রাপথে জনগণের জাগরণ ও প্রবল জনজোয়ারে আমি অভিভূত। এই বিপুল ভালোবাসা আমাকে আরো একবার কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করল। এই ঋণ জনগণের অধিকার ফিরিয়ে আনার মাধ্যমে শোধ করার চেষ্টা করব।'
বিএনপি চেয়ারপারসন বলেন, 'বর্তমানের ব্যর্থ, অত্যাচারী ও দুর্বিনীত শাসকদের বিন্দুমাত্র জনসমর্থন নেই। তাদের কোনো গণভিত্তি নেই। সরকারের পায়ের তলার মাটি সরে গেছে। এই বিপুল জনজোয়ার প্রমাণ করে, গণবিরোধী সরকারের এক মুহূর্তও ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। ব্যর্থ শাসকরা যতই মিথ্যাচার, ষড়যন্ত্র ও নিপীড়ন করুক না কেন, আগামী দিনগুলো হবে দেশপ্রেমিক জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তির।'
তিনি বলেন, এই কর্মসূচির (রোডমার্চ) কারণে অনেকের কষ্ট হয়েছে। স্বাভাবিক জীবনযাত্রায় ছন্দপতন ঘটেছে। সেই কথা তাঁর জানা আছে। এ জন্য দুঃখ প্রকাশ করে খালেদা জিয়া বলেন, 'বাংলাদেশের সচেতন মানুষ বৃহত্তর কল্যাণের স্বার্থে ব্যক্তিগত ক্ষয়ক্ষতি মেনে নিতে এবং ত্যাগ স্বীকার করতে কখনোই পিছপা হয় না।' তিনি আগামী দিনের কর্মসূচি একইভাবে সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
এদিকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে রোডমার্চের সময় বিভিন্ন পথসভা ও জনসভায় নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট জেলার জনগণ স্বতঃস্ফূর্ত অংশ নেওয়ায় সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন

No comments

Powered by Blogger.