আরো চার সপ্তাহ নিষিদ্ধ হচ্ছেন তেভেজ

দুই সপ্তাহের নিষেধাজ্ঞার মেয়াদটা শেষ হয়েছে গতকাল। সেই হিসাবে আজই ইংল্যান্ডে ফিরে ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা কার্লোস তেভেজের। কিন্তু ফেরা হয়নি তাঁর, হয়তো হবেও না। কারণ বেশ কিছুদিন আগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে আর্জেন্টাইন এই তারকার বিতর্কিত আচরণ খুঁটিয়ে দেখতে যে তদন্ত কমিটি গঠন করেছিল সিটি কর্তৃপক্ষ, তারা প্রস্তাব করেছে তেভেজের শাস্তির মেয়াদ আরো ছয় সপ্তাহ বাড়ানোর জন্য। ধারণা করা হচ্ছে, ছয় সপ্তাহ না হলেও অন্তত আরো চার সপ্তাহের নিষেধাজ্ঞা পাবেনই তেভেজ। ইস্ট ল্যান্ড ক্লাবের সঙ্গে সম্পর্কটা চুকে যাওয়ার ঘণ্টাও বুঝি শুনতে পেয়েছেন তেভেজ নিজেও।


সহসাই তাই তাঁরও ফেরা হচ্ছে না ম্যানচেস্টারে!বায়ার্ন মিউনিখের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের সেই ম্যাচের পরই কোচ রবার্তো মানচিনি জানিয়েছিলেন, তাঁর আদেশ অমান্য করেছেন তেভেজ। বদলি হিসেবে তাঁকে মাঠে নামাতে চেয়েছিলেন, কিন্তু তেভেজ নামেননি। ম্যাচের পরে অবশ্য আর্জেন্টাইন ফরোয়ার্ড অস্বীকার করেছিলেন কোচের দেওয়া বিবৃতি। তাঁর দাবি, তিনি শুধু ওয়ার্ম-আপ করতে রাজি হননি, মাঠে নামতে কোনো আপত্তি ছিল না তাঁর। তাৎক্ষণিক তেভেজকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়ে ব্যাপারটা নিয়ে তদন্ত কমিটি গঠন করেছিল ম্যান সিটি। গতকাল ব্রিটিশ একটি দৈনিক খবর দিয়েছে, নিজের পক্ষে যথেষ্ট প্রমাণ দেখাতে পারেননি তেভেজ। বরং তদন্তে সাক্ষ্য-প্রমাণ সব নাকি কথা বলেছে তাঁর বিরুদ্ধে। কমিটির পক্ষে থেকে তাই আরো ছয় সপ্তাহের নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করা হবে বলেও জানিয়েছে তারা। সেই সঙ্গে এ সময়টায় তেভেজের পাওয়া যাবতীয় বেতন-ভাতা কেটে রাখার সুপারিশও করা হয়েছে, যেটা সব মিলিয়ে এক মিলিয়ন পাউন্ডেরও বেশি। এসব কিছুর পরেও যদি তেভেজের ইস্ট ল্যান্ডে থেকে যাওয়াটা নিশ্চিত হতো তাহলে হয়তো খুশিই হতেন সিটিজেন সমর্থকরা। কিন্তু সেটাও বোধহয় হচ্ছে না। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড নিজেও আর ইংল্যান্ডে থাকতে চান না। ক্লাবও চায় না এত ঝামেলা করে তাঁকে আটকে রাখতে। কোচ মানচিনি তো স্পষ্টই বলে দিয়েছেন, তিনি যত দিন আছেন তত দিন ম্যান সিটির হয়ে তেভেজের আর খেলার সম্ভাবনা নেই। নিয়তি গত মৌসুমে ইংলিশ লিগের সর্বোচ্চ গোলদাতাকে কোথায় নিয়ে যায়, এখন শুধু সেটাই দেখার অপেক্ষা। গোল ডটকম

No comments

Powered by Blogger.