এবার আরো অবাক করল ডাব্লিউআইসিবি

চুক্তির শর্ত নিয়ে বনিবনা হয়নি। তাই গত মৌসুমেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডাব্লিউআইসিবি) দেওয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সাবেক অধিনায়ক ক্রিস গেইল, অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ও কিয়েরন পোলার্ড। অপমানের সেই জ্বালাটা হয়তো ভোলেনি ডাবি্লউআইসিবি। এবারও তাই ওই তিনজনকে কেন্দ্রীয় চুক্তিতে রাখছে না তারা। তাঁদের ছাড়াই আগামী এক বছরের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড!


শুধু এই তিনজনই নয়, বোর্ডের চুক্তিতে রাখা হয়নি বাংলাদেশের বিপক্ষে খেলতে আসা লেন্ডল সিমন্স ও দিনেশ রামদিনকেও। উপেক্ষা করা হয়েছে অভিজ্ঞ রামনরেশ সারওয়ান, বাঁহাতি স্পিনার সুলেমান বেন ও ব্যাটসম্যান ডেভন স্মিথকে। মজার ব্যাপার হলো, অধিনায়ক হয়েও চুক্তির এ গ্রেডে জায়গা হয়নি ড্যারেন সামির। গত মৌসুমের মতো বি গ্রেডের ক্রিকেটার হিসেবেই রয়ে গেছেন তিনি। তাঁর সঙ্গে বি গ্রেডের ক্রিকেটার হিসেবে আরো আছেন মারলন স্যামুয়েলস, ফিদেল এডওয়ার্ডস ও রবি রামপাল। চুক্তিতে এ গ্রেডের একমাত্র ক্রিকেটার শিবনারায়ণ চন্দরপল। সি গ্রেডের ক্রিকেটার হিসেবে প্রথমবারের মতো চুক্তিতে রাখা হয়েছে দেবেন্দ্র বিশু ও ক্রিক এডওয়ার্ডসকে। পিটিআই
চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা ২০১১-১২ মৌসুম
গ্রেড এ : শিবনারায়ণ চন্দরপল
গ্রেড বি : মারলন স্যামুয়েলস, ফিদেল এডওয়ার্ডস, ড্যারেন সামি, রবি রামপাল
গ্রেড সি : আড্রিয়ান বারাথ, কার্লটন বাফ, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, ক্রিক এডওয়ার্ডস, কেমার রোচ, আন্দ্রে রাসেল, শেন শিলিংফোর্ড
ডেভেলপমেন্ট গ্রেড : ক্রেগ ব্রেথওয়েইট, শ্যানন গ্যাবরিয়েল, নিলন প্যাসকেল, কিয়েরান পাওয়েল, ডেভন থমাস।

No comments

Powered by Blogger.