ব্রিটেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামন্ড গতকাল রোববার বলেছেন, লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফিকে হত্যার ঘটনায় দেশটির এনটিসি নেতাদের সুনাম ‘কলঙ্কিত’ হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী হ্যামন্ড বলেন, তিনি চান গাদ্দাফির মৃত্যুর ব্যাপারে তদন্ত হোক। তিনি বিবিসিকে বলেন, তাঁরা কর্নেল গাদ্দাফিকে বিচারের কাঠগড়ায়, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে চেয়েছিলেন; যাতে শুধু লিবিয়ায় নয়, লিবিয়ার বাইরেও তিনি যেসব অপকর্ম করেছেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ জুগিয়েছেন, তার জবাব পাওয়া যায়। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ব্রিটেনের বিপুলসংখ্যক মানুষ গাদ্দাফির সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হয়েছে।
হ্যামন্ড বলেন, লিবিয়ার নতুন সরকারকে বুঝতে হবে, যা ঘটেছে তাতে আন্তর্জাতিক মহলে তাদের সুনাম কিছুটা হলেও ‘কলঙ্কিত’ হয়েছে।

No comments

Powered by Blogger.