ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ছে-নতুন দুই কেন্দ্র অনুমোদন

ড় কয়েকটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দেরি হওয়ায় ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে চুক্তির মেয়াদ আরো বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে গতকাল রবিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ভাড়াভিত্তিক তিনটি বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া ১৫০ মেগাওয়াটের আরো দুটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদনও দিয়েছে সরকার।


মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে গতকাল ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির (বিশেষ) আইন, ২০১০-এর আওতায় বেসরকারি খাতে পরিচালিত এগ্রেকো ইন্টারন্যাশনাল পাওয়ার প্রজেক্ট লিমিটেডের সঙ্গে চুক্তির মেয়াদ আরো এক বছর তিন মাস বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে। এছাড়াও কুমারগাঁওয়ে ও শাহজীবাজারে অবস্থিত এনার্জি প্রিমা লিমিটেডের ৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি কেন্দ্রের চুক্তির মেয়াদ আরো তিনবছরের জন্য বাড়ানো হয়েছে। প্রস্তাবিত খুলনা এক হাজার ৩০০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ড্রেজার দিয়ে মাটি ভরাট ও ভূমি উন্নয়নের দরপ্রস্তাবও অনুমোদন করেছে ক্রয় কমিটি। সভায় আশুগঞ্জে ৫০ থেকে ৬০ মেগাওয়াট গ্যাসভিত্তিক আইপিপির জন্য স্পন্সর নিয়োগের আর্থিক দরপ্রস্তাব অনুমোদন করেছে। কনসোর্টিয়াম অব ভিয়েলাটেঙ্ লিমিটেড ও শাহজীবাজার পাওয়ার কম্পানি লিমিটেডের দর প্রস্তাব অনুমোদিত হয়েছে। এ ছাড়া বিওও ভিত্তিতে ঘোড়াশালে ১০০-১১০ মেগাওয়াট গ্যাসভিত্তিক আইপিপি বিদ্যুৎকেন্দ্রের জন্য কনসোর্টিয়াম অব রিজেন্ট স্পিনিং মিলস লিমিটেড ও রিজেন্ট পাওয়ার লিমিটেডের দর প্রস্তাব ১৫ বছর মেয়াদে অনুমোদিত হয়েছে।

No comments

Powered by Blogger.