আশরাফুলের জরিমানা

টেস্ট দল থেকে বাদ পড়ার ক্ষোভ মিডিয়ায় উগড়ে দেওয়ার জন্য মোহাম্মদ আশরাফুলের শাস্তি অবধারিতই ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শুনানিতে হাজিরা দিয়ে দোষ স্বীকার করার পরও মুক্তির উপায় ছিল না। আচরণবিধি ভঙ্গের জন্য কাল তাঁর দণ্ড নির্ধারিত হয়েছে। আর্থিক জরিমানার পাশাপাশি তাঁকে সতর্ক করে একটা চিঠিও দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এমন কাণ্ড ঘটালে বিসিবির সঙ্গে চুক্তি বাতিলের কথাও লেখা আছে।


বিসিবির ডিসিপ্লিনারি কমিটির প্রধান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর কাল সন্ধ্যায় শাস্তির বিষয়টা নিশ্চিত করলেও জরিমানার অঙ্ক প্রকাশে রাজি হননি, 'আমরা চিঠি দিয়ে এও জানিয়ে দিয়েছি যে ভবিষ্যতে ওরকম বেফাঁস মন্তব্য আবার করলে ওর চুক্তি বাতিল করা হবে। তবে কত টাকা জরিমানা হয়েছে, আমরা চাইছি না সেটা প্রকাশ হোক। এটুকুই শুধু বলতে পারি, ওকে দেওয়া অর্থদণ্ডটা ৭৫ হাজার থেকে এক লাখ ২০ হাজার টাকার মধ্যে।' বিশ্বস্ত একটি সূত্রে অবশ্য জানা গেছে, আশরাফুলকে জরিমানা করা হয়েছে ১ লাখ ১০ হাজার টাকা। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল থেকে বাদ পড়া এ ব্যাটসম্যান ঢাকা মেট্রোর হয়ে ঢাকা বিভাগীয় দলের বিপক্ষে জাতীয় লিগের চার দিনের ম্যাচ খেলছেন রাজশাহীতে। আবার নিজেকে প্রমাণের মঞ্চে নেমে প্রথম দিনটা অবশ্য একদমই সুবিধার কাটেনি তাঁর। ব্যর্থতার ধারা বজায় রেখে ১৪ বলে ১৫ রান করেই আউট হয়ে গেছেন। আবার সন্ধ্যায় শুনেছেন জরিমানার খবর। তাঁকে দল থেকে বাদ দেওয়ার জন্য প্রধান নির্বাচক আকরাম খানের পাশাপাশি বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামালকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্যই এ শাস্তি। গুরুত্ব বিবেচনায় অবশ্য সেটাকে গুরুপাপে লঘুদণ্ডই বলতে হয়!

No comments

Powered by Blogger.