সিরিয়ায় এ পর্যন্ত নিহত ২৬০০

সিরিয়ায় গত মার্চ থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে এই পর্যন্ত দুই হাজার ৬০০ জন নিহত হয়েছেন। জাতিসংঘে মানবাধিকারবিষয়ক প্রধান নভি পিল্লাই গতকাল সোমবার এ তথ্য জানান। খবর এএফপির।
নভি পিল্লাই বলেন, সিরিয়া থেকে বিশ্বস্ত সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত মধ্য মার্চ থেকে শুরু হওয়া অস্থিরতায় নিহতের সংখ্যা অন্তত দুই হাজার ৬০০ জনে পৌঁছেছে।
নভি পিল্লাইয়ের গতকালের তথ্য নাকচ করে দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অন্যতম সহযোগী ও তাঁর গণমাধ্যম উপদেষ্টা বাওথাইনা শাবান। গতকাল তিনি রাশিয়ার মস্কো সফরে গিয়ে বলেন, সিরিয়ার সহিংসতায় এ পর্যন্ত প্রায় এক হাজার ৪০০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৭০০ জন হলেন সেনা ও পুলিশ-সদস্য। অন্য ৭০০ জন বিদ্রোহী।

No comments

Powered by Blogger.