জয়ললিতাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ

সম্পদের অসংগতি-সংক্রান্ত একটি মামলায় ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতাকে আগামী ২০ অক্টোবর সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। বিচারক দলবীর ভান্ডারি ও দীপক ভার্মার সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন।
জয়ললিতা এর আগে নিরাপত্তার অজুহাতে ক্রিমিনাল প্রসিডিউর কোডের ৩১৩(৫) ধারায় সশরীরে হাজির থেকে অব্যাহতি পেতে আবেদন করেছিলেন। তবে ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ বলেন, এর মাধ্যমে তিনি বিচার-প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করছেন।
১৯৯১-৯৬ সাল পর্যন্ত সময়ে ৬৬ কোটি রুপির সমপরিমাণ সম্পদ পুঞ্জীভূত করার অভিযোগে জয়ললিতার বিরুদ্ধে ওই মামলা করা হয়।

No comments

Powered by Blogger.