ফ্রান্সের পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ একজন নিহত

ফ্রান্সের একটি পরমাণুকেন্দ্রে বিস্ফোরণে গতকাল সোমবার অন্তত একজন নিহত ও চারজন আহত হয়েছেন। তবে বিস্ফোরণের কারণে সেখান থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সরকার।
দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, দক্ষিণ ফ্রান্সের রহোন উপত্যকার কোডোলেটে ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সেন্ট্রাকো পরমাণু বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন নিহত এবং অপর চারজন আহত হন। তবে তেজস্ক্রিয়তা ছড়ায়নি।
ফ্রান্সের নিউক্লিয়ার সেফটি অথরিটি (এএসএন) জানায়, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, পরমাণুকেন্দ্রটির অত্যন্ত নিম্ন মাত্রার তেজস্ক্রিয় বর্জ্য মিশ্রণের জন্য ব্যবহূত একটি চুল্লিতে বিস্ফোরণ ঘটে। তবে তেজস্ক্রিয়তা ছড়ানোর কোনো ভয় নেই।
দমকলকর্মীরা জানান, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কেন্দ্রটির চারপাশে নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা না থাকায় দুর্ঘটনাকবলিত এলাকা থেকে কাউকেই সরিয়ে নেওয়া হয়নি। দুর্ঘটনায় হতাহতদের দেহেও তেজস্ক্রিয় পদার্থের অস্তিত্ব পাওয়া যায়নি। শুধু বিস্ফোরণের কারণেই তাঁরা হতাহত হয়েছেন।

No comments

Powered by Blogger.