মমতাকে একহাত নিলেন কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সী

ভারতের পশ্চিমবঙ্গ সরকারের বয়স চার মাস হতে না হতেই কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে। কংগ্রেসের স্থানীয় সাংসদ দীপা দাসমুন্সী গত রোববার এক সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছেন।
বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মতভেদের পথ ধরে মমতা ঢাকা সফর বাতিল করার পর থেকে দ্বন্দ্বের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। মমতার বিরোধিতার কারণেই ওই চুক্তি সম্পাদিত হয়নি।
উত্তর দিনাজপুরের হেমতাবাদে রোববার কংগ্রেসের এক সমাবেশে সাংসদ দীপা দাসমুন্সী বলেন, কংগ্রেসকে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে। কিন্তু কংগ্রেসকে শেষ করা যাবে না। কংগ্রেসের সঙ্গে না থাকলে আগামী দিনে তৃণমূলের কোথায় জায়গা হবে, সেটা পশ্চিমবঙ্গের মানুষ প্রমাণ করে দেবে।
সাংসদ বলেন, মমতা এখন বৈষম্যের রাজনীতি করছেন। এখানে এইমসের ধাঁচে একটি হাসপাতাল গড়ার উদ্যোগ নেওয়া হলেও তা নিয়ে টালবাহানা করছেন তিনি। এ নিয়ে আন্দোলনের হুমকি দিয়েছেন দাসমুন্সী।

No comments

Powered by Blogger.