স্ত্রস-কানকে জেরা করেছে ফ্রান্সের পুলিশ

২০০৩ সালে প্যারিসে এক নারী সাংবাদিককে ধর্ষণচেষ্টার অভিযোগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দমিনিক স্ত্রস-কানকে জেরা করেছে ফ্রান্সের পুলিশ। গতকাল সোমবার তাঁর আইনজীবীরা এ কথা জানিয়েছেন।
নিউইয়র্কে হোটেল-কর্মী নাফিসাতৌ দিয়ালোকে ধর্ষণের অভিযোগে কানের বিরুদ্ধে মামলা হওয়ার পর গত জুন মাসে ট্রিসটেন ব্যানন নামের প্যারিসের একজন সাংবাদিক ও লেখক ওই ধর্ষণচেষ্টার অভিযোগ তোলেন।
ব্যানন বলেন, কান ২০০৩ সালে প্যারিসের একটি বাসায় তাঁকে ধর্ষণের চেষ্টা করেন।
কানের আইনজীবী ফ্রেডরিক বলিউ ও হেনরি লেকলার্ক বলেন, নিউইয়র্কে হোটেল-কর্মী ধর্ষণ মামলা প্রত্যাহারের পর ৪ সেপ্টেম্বর প্যারিসে পৌঁছান কান।
সাংবাদিক ধর্ষণের অভিযোগটির প্রাথমিক তদন্তের অংশ হিসেবে এর মধ্যে ফ্রান্সের সোশ্যালিস্ট পার্টির সাবেক নেতা ফ্রাঙ্কোয়েস হোল্যান্ডসহ অনেকের সাক্ষ্য নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তের পর বিচারকেরা এটিকে ফৌজদারি মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা বা না করার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

No comments

Powered by Blogger.