ফিলিপাইনে পুলিশের গুলিতে গণহত্যাকারী নিহত

ফিলিপাইনের পুলিশের গুলিতে এক সন্দেহভাজন গণহত্যাকারী নিহত হয়েছে। তার বিরুদ্ধে ২০০৯ সালে ৫৭ ব্যক্তিকে হত্যার অভিযোগ রয়েছে।
ঘটনাটি দেশটির সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা। গতকাল শনিবার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট মেলেনসিয়ো মিনা বলেন, শুক্রবার ফিলিপাইনের দণিাঞ্চলীয় প্রদেশে মাগুইডানাওয়ে আমিল নামে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করতে গেলে তিনি তাদের ল্য করে গ্রেনেড ছুড়ে মারেন ও একটি পিস্তল দিয়ে গুলি করেন।

তিনি আরো বলেন, গ্রেনেডটি বিস্ফোরিত হয়নি। পুলিশ কর্মকর্তারা পাল্টা গুলি ছুড়লে তিনি নিহত হন।

এ দিকে শুক্রবার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাগুইডানাওয়ের অপর একটি স্থানে অভিযান চালিয়ে এই ঘটনায় অপর অভিযুক্ত ব্যক্তি নাসির গুইয়াকে গ্রেফতার করে।

এরা দু’জনেই শক্তিশালী অ্যাম্পাতুয়ান গোত্রের বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তারা তাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক সংগঠনের একটি গাড়ি বহরকে থামিয়ে বেশ কয়েকজনকে জনবিচ্ছিন্ন একটি পার্বত্য এলাকায় নিয়ে যায়। সেখানে তাদের হত্যা করা হয়।

No comments

Powered by Blogger.