ঢাকার মঞ্চে গালিভারের সফর

গালিভার একজন পরিব্রাজক, যিনি দেশ দেশানত্মরে ঘুরে বেড়ান। প্রতিটি সফরে গালিভার নানান অভিজ্ঞতার পাশাপাশি নানান বিপদেরও সম্মুখীন হন। যেমন হয়েছিলেন লিলিপুট মানে খর্বাকায় মানুষের দেশে গিয়ে।
কিন্তু জনাথন সুইফটের সেই বিখ্যাত কাহিনী নয়_ ঢাকার মঞ্চে গালিভার এলো নতুনরূপে নতুন এক রোমাঞ্চকর কাহিনী নিয়ে। যেখানে গালিভার সমুদ্রযাত্রায় ঝড়ের কবলে সঙ্গী-সাথী হারিয়ে চলে আসে এক অজানা দেশে। যে দেশের লোকগুলো অনেক লম্বা ও অদ্ভূত আচরণের। আবার ঘটনার পরিক্রমায় চলে যান এমন এক দেশে যে দেশের লোকগুলো খুবই দুনর্ীতিপ্রবণ। তাদের এদেশেও গালিভার অর্জন করেন অদ্ভূত অভিজ্ঞতা। নতুন বছরের শুরম্নতে অঙ্গীকার নাট্যদল ঢাকার মঞ্চে নিয়ে এলো 'গালিভারের সফর' নামে এই নতুন নাটকটি। সম্প্রতি শিল্পকলার পরীৰণ হলে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা ওঠে নাটকটির। অঙ্গীকার নাট্যদলের ৩য় প্রযোজনা 'গালিভারের সফর' নাটকটির উদ্বোধন হয় ম. হামিদের মতো নাট্যব্যক্তিত্বের হাত ধরে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাট্যকার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপ-পরিচালক গোলাম সরোয়ার, নতুনরূপে 'গালিভারের সফর' নাটকের গল্পটি লিখেছেন আবুল মুনছুর আহমদ। নাট্যরূপ ও নির্দেশনা উপদেষ্টা ছিলেন গোলাম সারোয়ার এবং নির্দেশনা দিয়েছেন আসিফ মোঃ নজরম্নল। এ ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনিরা, ইফরম্ন শেখ, হানিফ পালোয়ান, আসিফ নজরম্নল। হ
ঁ মাহমুদ

No comments

Powered by Blogger.