৪৮ ইরানির বিনিময়ে দুই হাজার সিরীয়কে মুক্তি

বিদ্রোহীদের হাতে আটক ৪৮ ইরানি নাগরিকের মুক্তির বিনিময়ে দুই হাজারেরও বেশি বেসামরিক বন্দিকে ছেড়ে দিতে রাজি হয়েছে সিরিয়ার সরকার। তুরস্কের মানবিক সাহায্য সংস্থা হিউম্যানিটারিয়ান রিলিফ ফাউন্ডেশনের (আইএইচএইচ) এক সদস্য গতকাল বুধবার এ কথা জানিয়েছেন।
আইএইচএইচের মুখপাত্র সেরকান নার্গিস বলেন, 'বিদ্রোহীদের হাতে আটক ৪৮ ইরানি নাগরিকের বিনিময়ে বিভিন্ন শহর থেকে আটক করা দুই হাজার ১৩০ জন বেসামরিক সিরীয়কে ছেড়ে দেবে সিরিয়ার সরকার। এটা আমাদের সংস্থার কয়েক মাস ধরে চালিয়ে যাওয়া কূটনীতির ফল।' বিদ্রোহী আল বারা ব্রিগেডের সদস্যরা গত আগস্টে ইরানি নাগরিকদের অপহরণ করে এবং হত্যার হুমকি দেয়। আটক ৪৮ ইরানি নাগরিক দেশটির রেভল্যুশনারি গার্ডের সদস্য। সূত্র : গালফনিউজ।

No comments

Powered by Blogger.