এবার তুষারমণ্ডিত বড়দিনে উৎসব থেকে বঞ্চিত ইউরোপ by সরাফ আহমেদ

আজ বড়দিন। হিমশীতল আর তুষারমণ্ডিত সাদা বরফে বড়দিন উৎসবের যে রেওয়াজ, তা থেকে এবার বঞ্চিত হচ্ছে ইউরোপবাসী। এ সময় মধ্য ইউরোপের আলপাইন পর্বতাঞ্চল সাদা বরফে ঢেকে থাকার কথা। অথচ এখন সেখানে তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
অবশ্য তুষারপাত না হওয়ায় ঘরমুখী মানুষের যাতায়াতে কোনো সমস্যা হচ্ছে না।
চলতি মাসের শুরু থেকেই ইউরোপের বিভিন্ন শহরে মনোলোভা আলোকসজ্জা করা হয়েছে। শহরগুলোর কেন্দ্রে ক্রিসমাস ট্রি বসানো হয়েছে। প্রায় প্রতিটি শহরেই বসেছে বড়দিনের বিশেষ বাজার। দোকানপাট, বাড়ির আঙিনা, কাচের জানালায় শোভা পাচ্ছে বর্ণিল আলোকসজ্জা। গির্জা বিশেষভাবে সাজানো হয়েছে। গত শনিবার থেকে দুই সপ্তাহের জন্য বড়দিন ও নববর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
২৪ ডিসেম্বর সন্ধ্যা থেকেই বড়দিনের নানা আচার-অনুষ্ঠান শুরু হয়ে গেছে। পবিত্র এই সন্ধ্যায় ইউরোপীয়রা নিজেদের ঘরে ঘরে ক্রিসমাস ট্রিকে নানাভাবে সাজিয়ে তার নিচে প্রিয়জনের জন্য উপহার জমিয়ে রাখবে আর অনুষ্ঠানের মাধ্যমে আপনজন ও শিশুদের মাঝে বিলি করবে।
কয়েক দিন ধরেই শহরের কেন্দ্র এবং বাজার এলাকায় সান্তা ক্লজ থলে থেকে শিশুদের মধ্যে উপহার বিতরণ করছেন।

No comments

Powered by Blogger.